স্টাফ রিপোর্টার, নড়াইল
নড়াইলের কালিয়া উপজেলায় ধর্মীয় অনুষ্ঠান শেষে বাড়ি ফেরার পথে ট্রলার থেকে নবগঙ্গা নদীতে পড়ে মনোজ পাইক (৪৫) নামের এক ব্যক্তি নিখোঁজ হয়েছে।
শুক্রবার (৩০জানুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার কাঞ্চনপুর খেওয়াঘাটে এক চলন্ত ট্রলার থেকে তিনি নদীতে পড়ে নিখোঁজ হয়। নিখোঁজ মনোজ পাইক খুলনার জেলার দিঘলিয়া উপজেলার কামারগাতী গ্রামের সুনীল পাইকের ছেলে।
নিখোঁজ ব্যক্তির সংগে থাকা ও স্থানীয় সূত্রে জানা যায়, কালিয়া উপজেলার কালুখালীতে মতুয়া সম্প্রদায়ের এক ধর্মীয় সমাবেশে যোগ দিতে ৩৫ জনের এক দলের সঙ্গে এসে ছিলেন মনোজ পাইক।
শুক্রবার রাতে অনুষ্ঠান শেষে ইঞ্জিন চালিত ছোট নৌকায় (ট্রলার) করে দলটি বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। পথিমধ্যে কালিয়া উপজেলার কাঞ্চনপুর শ্মশান এলাকায় পৌঁছালে মনোজ অসাবধানতাবশত ট্রলার থেকে নদীতে পড়ে তলিয়ে যায়। সঙ্গে থাকা লোকজন অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান পায়নি।
নিখোঁজ মনোজের ভাই সবুজ পাইক জানান,তার ভাই দীর্ঘদিন ধরে মৃগী রোগে আক্রান্ত ছিলেন। ট্রলারে থাকা অবস্থায় শারীরিক অসুস্থতার কারণে তিনি নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে নিখোঁজ হয়।
নড়াইলের বড়দিয়া নৌ-পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক এসআই মোঃ অহিদুর রহমান মনোজ পাইকের নদীতে পড়ে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। এ রিপোর্ট লেখা পর্ষন্ত খুলনা থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার অভিযানে আসেনি।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.