Nabadhara
ঢাকাশনিবার , ৩১ জানুয়ারি ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

গোপালগঞ্জ-২ আসনে লুটুলের গণজোয়ার: নির্বাচনী মাঠে চমক দেখাচ্ছেন সাবেক উপজেলা চেয়ারম্যান

গোপালগঞ্জ প্রতিনিধি
জানুয়ারি ৩১, ২০২৬ ১:২৮ অপরাহ্ণ
Link Copied!

গোপালগঞ্জ প্রতিনিধি

আসন্ন ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে গোপালগঞ্জ-২ (গোপালগঞ্জ সদর ও কাশিয়ানী উপজেলার একাংশ) আসনে জমে উঠেছে নির্বাচনী মাঠ। প্রতীক বরাদ্দের পর থেকেই এই আসনের স্বতন্ত্র প্রার্থী কামরুজ্জামান ভূঁইয়া লুটুলের নির্বাচনী তৎপরতা চোখে পড়ার মতো। টেলিফোন প্রতীক নিয়ে তিনি প্রতিদিন সকাল থেকে গভীর রাত পর্যন্ত ছুটে বেড়াচ্ছেন ভোটারদের দ্বারে দ্বারে। আর তাতেই সৃষ্টি হয়েছে ব্যাপক গণজোয়ার।

গোপালগঞ্জ সদর উপজেলা এবং কাশিয়ানী উপজেলার ৭টি ইউনিয়ন নিয়ে গঠিত এই আসনে কামরুজ্জামান ভূঁইয়া লুটুল একজন সুপরিচিত ও আলোচিত মুখ। সদর উপজেলার সাবেক চেয়ারম্যান হিসেবে দীর্ঘদিন জনপ্রতিনিধিত্ব করার সুবাদে তার রয়েছে শক্তিশালী ভোটব্যাংক ও সাধারণ মানুষের আস্থা। পাশাপাশি আইটি খাতে প্রতিষ্ঠিত একজন সফল ব্যবসায়ী হওয়ায় বিশেষ করে তরুণ ভোটারদের মাঝে তাকে ঘিরে নতুন উদ্দীপনা সৃষ্টি হয়েছে।

সরেজমিনে বিভিন্ন এলাকায় ঘুরে দেখা গেছে, গণসংযোগে বের হলে সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে তাকে ঘিরে ধরছেন। ব্যবসায়ী, শ্রমজীবী মানুষ ও তরুণ সমাজের মধ্যে তার প্রতি আলাদা আগ্রহ লক্ষ্য করা যাচ্ছে। ভোটারদের অনেকেই মনে করছেন, আধুনিক চিন্তাভাবনা ও প্রযুক্তি জ্ঞানসম্পন্ন একজন প্রার্থী হিসেবে লুটুল নির্বাচিত হলে এলাকার উন্নয়নে নতুন গতি আসবে।

নির্বাচনী প্রচারণার কৌশলেও অন্যান্য প্রার্থীদের চেয়ে ব্যতিক্রমী অবস্থানে রয়েছেন তিনি। বড় জনসভা আয়োজনের পাশাপাশি ব্যক্তিগতভাবে ভোটারদের সঙ্গে কথা বলা, তাদের সমস্যা ও প্রত্যাশা শোনা—এই বিষয়গুলোর ওপরই বেশি গুরুত্ব দিচ্ছেন কামরুজ্জামান ভূঁইয়া লুটুল। প্রচারণাকালে তাকে অত্যন্ত বিনয়ী, সহজ-সরল ও জনবান্ধব হিসেবেই দেখছেন ভোটাররা।

এ বিষয়ে কামরুজ্জামান ভূঁইয়া লুটুল বলেন,“আমি এই মাটির সন্তান। সদর উপজেলা চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনকালে সবসময় মানুষের পাশে থাকার চেষ্টা করেছি। এবার আরও বড় পরিসরে এলাকার সেবা করতে চাই। সাধারণ মানুষের কাছ থেকে যে ভালোবাসা ও সাড়া পাচ্ছি, তাতে আমি সত্যিই অভিভূত। ইনশাআল্লাহ, একটি নিরপেক্ষ নির্বাচন হলে বিজয়ের ব্যাপারে আমি শতভাগ আশাবাদী।”

সব মিলিয়ে গোপালগঞ্জ-২ আসনের নির্বাচনী মাঠে স্বতন্ত্র প্রার্থী হিসেবে কামরুজ্জামান ভূঁইয়া লুটুল এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে। ভোটের দিন ব্যালটের মাধ্যমে ভোটাররা তাকে কতটা সমর্থন দেন—সেদিকেই এখন তাকিয়ে পুরো আসনবাসী।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।