Nabadhara
ঢাকাশনিবার , ৩১ জানুয়ারি ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

কর্মীর মৃত্যুতে কাঁদলেন এস এম জিলানী

কোটালীপাড়া(গোপালগঞ্জ)প্রতিনিধি
জানুয়ারি ৩১, ২০২৬ ২:৪৩ অপরাহ্ণ
Link Copied!

কোটালীপাড়া(গোপালগঞ্জ)প্রতিনিধি

নির্বাচনী জনসভায় বক্তব্য দিতে গিয়ে প্রদীপ অধিকারী (৩০)নামে নিজ দলের এক কর্মীর মৃত্যুতে অঝোরে কাঁদলেন গোপালগঞ্জ-৩ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এস এম জিলানী।

গতকাল শুক্রবার রাতে কোটালীপাড়া উপজেলার কান্দি ইউনিয়ন বিএনপি আয়োজিত ধারাবাশাইল বাজারের পূর্বপাশের বালুর মাঠে অনুষ্ঠিত নির্বাচনী জনসভায় বক্তব্য দেয়ার সময় প্রদীপের কথা বলতে গিয়ে এস এম জিলানী কান্নায় ভেঙ্গে পড়েন।

এ সময় এস এম জিলানীর কান্না দেখে উপস্থিত দলীয় নেতা-কর্মী, সাধারণ জনগণকেও কেঁদে ফেলেন।

প্রদীপ অধিকারী কিছু দিন আগে এস এম জিলানীর একটি মিছিলে গিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত হয়।
যে ঢাকা কলেজের মেধাবী ছাত্র ও কোটালীপাড়া উপজেলার কান্দি গ্রামের হরবিলাস অধিকারীর ছেলে।

এস এম জিলানীর এই নির্বাচনী জনসভা সন্ধ্যার পর শুরু হলেও বিকেল ৪ টা থেকে কান্দি ইউনিয়নের বিভিন্ন এলাকার নেতা-কর্মীরা ঢাক,কাশি বাজিয়ে মিছিল সহকারে সভাস্থলে এসে হাজির হতে থাকে।এরই মাঝে দু’জন খুদে শিক্ষার্থী খালেজা জিয়া সেজে মিছিল নিয়ে সভাস্থলে এসে হাজির হয়।

এ সময় এস এম জিলানী ও উপস্থিত নেতা-কর্মীরা তাদেরকে করতালির মাধ্যমে স্বাগত জানায়।খুদে দুই খালেদা জিয়াও হাত নেড়ে করতালির জবাব দেয়।

এস এম জিলানী তার বক্তব্যে বলেন,এ বারের জাতীয় সংসদ নির্বাচন দুটি ভাবে বিভক্ত।একটি স্বাধীনতা,মুক্তিযুদ্ধ,আমার একাত্তরের পক্ষে। আর একটি মুক্তিযুদ্ধ,স্বাধীনতা ও একাত্তরের বিপক্ষে।যখনই বাংলাদেশকে নিয়ে এই স্বাধীনতার বিপক্ষের শক্তি ষড়যন্ত্র করেছে তখনই এদেশের মানুষ ঐক্যবদ্ধ ভাবে তা প্রতিহত করেছে।আমি বিশ্বাস করি আগামী ১২ ফেরুয়ারীর নির্বাচনে দেশের জনগণ তাদের ভোটের মাধ্যমে মহান স্বাধীনতার পক্ষের শক্তিকে বেঁচে নিবে।

তিনি আরো বলেন,বিএনপি ক্ষমতায় গেলে ৪ লক্ষ গৃহিনীকে ফ্যামিলী কার্ড দেওয়া হবে।এই কার্ডের মাধ্যমে প্রতিটি পরিবার প্রতি মাসে আড়াই হাজার টাকার নিত্যপণ্য ক্রয় করতে পারবে।এ ছাড়া কৃষকদেরকে কৃর্ষি কার্ড দেওয়া হবে। কৃষকরা এই কার্ডের মাধ্যমে বিনামূল্যে সার,বীজসহ নানা সুযোগ সুবিধা পাবে।স্বাস্থ্যসেবার মান উন্নয়নে দেশের প্রতিটি পরিবারের সদস্যদেরকে দেওয়া হবে স্বাস্থ্য কার্ড।

কান্দি ইউনিয়ন বিএনপির সভাপতি নুরুল ইসলাম হাওলাদারের সভাপতিত্বে অনুষ্ঠিত নির্বাচনী জনসভায় কোটালীপাড়া উপজেলা বিএনপির সভাপতি এস এম মহিউদ্দিন,বিএনপি নেতা কাজী অমিত মাহমুদ,শিক্ষক দিলীপ রায়,জগদীশ মল্লিক,অনিল চন্দ্র বিশ্বাস,ব্যবসায়ী শসীম কুমার রায়,উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক মান্নান শেখ,কান্দি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নোমান মাহমুদ বক্তব্য রাখেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।