সাইফুল ইসলাম, বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি
বরিশাল–৩ (বাবুগঞ্জ–মুলাদী) সংসদীয় আসনে লাঙ্গল প্রতীকের পক্ষে নির্বাচনী মাঠে কাজ করার সুযোগ মিললেও এখনো সমান প্রতিযোগিতার পরিবেশ নিশ্চিত হয়নি বলে অভিযোগ করেছেন লাঙ্গল প্রতীকের সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব গোলাম কিবরিয়া টিপুর কন্যা হাবিবা কিবরিয়া।
শনিবার (৩১ জানুয়ারি) বরিশাল–৩ সংসদীয় আসনের মূলাদী উপজেলার কাজিরহাট ইউনিয়নে লাঙ্গল প্রতীকের পক্ষে গণসংযোগ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
হাবিবা কিবরিয়া বলেন, আমরা মাঠে নামতে পারছি, মানুষের কাছে যেতে পারছি—এটা সত্য। কিন্তু নির্বাচনী মাঠে এখনো লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত হয়নি। সমান সুযোগ না থাকলে সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন বাধাগ্রস্ত হওয়ার আশঙ্কা থেকেই যায়।
তিনি অভিযোগ করে বলেন, তার পিতা আলহাজ্ব গোলাম কিবরিয়া টিপুকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মিথ্যা মামলায় এক বছরেরও বেশি সময় ধরে কারাবন্দি করে রাখা হয়েছে। আমার পিতা কোনো সাজাপ্রাপ্ত আসামি নন। নির্বাচন কমিশন চাইলে জামিনের সুযোগ সৃষ্টি করে তাঁকে নির্বাচনী মাঠে কাজ করার সুযোগ দিতে পারে। এতে নির্বাচনী সমতা ও লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত হবে,—বলেন তিনি।
নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানিয়ে হাবিবা কিবরিয়া বলেন, একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে হলে কমিশনকে অবশ্যই নিরপেক্ষ ও শক্ত ভূমিকা রাখতে হবে।
এসময় তিনি আরও অভিযোগ করেন, একটি দলের নেতাকর্মীরা দীর্ঘদিন ধরে তাঁর কর্মী-সমর্থকদের বিভিন্নভাবে ভয়ভীতি ও হুমকি দিয়ে আসছে, যার বিষয়টি ইতোমধ্যে আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করা হয়েছে। সম্প্রতি অন্য ইউনিয়ন থেকে অপরিচিত লোকজন এনে তাঁর নেতাকর্মীদের ভয় দেখানো হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।
গণসংযোগকালে হাবিবা কিবরিয়া দাবি করেন, লাঙ্গল প্রতীক বাবুগঞ্জ-মুলাদীর সাধারণ মানুষের কাছে শান্তি ও উন্নয়নের প্রতীক। অতীতে এখানে সব রাজনৈতিক দলের সহাবস্থান ছিল। সে কারণেই জনগণ ভালোবাসা ও আস্থার সঙ্গে আগামী ১২ তারিখ অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনে লাঙ্গল প্রতীকে বিপুল ভোট দিয়ে বিজয় নিশ্চিত করবে বলে আমি আশাবাদী।
গণসংযোগ কর্মসূচিতে হাবিবা কিবরিয়ার সঙ্গে জাতীয় পার্টির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, কর্মী-সমর্থক এবং সাধারণ ভোটাররা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.