নোয়াখালী প্রতিনিধি
শালীনতা বজায় রেখে শান্তিপূর্ণ নির্বাচনের আহ্বান জানিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও নোয়াখালী-৪ আসনের প্রার্থী মো. শাহজাহান।
নোয়াখালীর পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের এম. এ রশিদ উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, দেশে গণতান্ত্রিক পরিবেশ ফিরলেও কিছু ব্যক্তি সেই সুযোগকে অপব্যবহার করছে।
এ সময় তিনি সকলকে সংযত আচরণ করার আহ্বান জানিয়ে বলেন, শালীনতা বজায় রেখে সবাই শান্তিপূর্ণ নির্বাচনের পরিবেশ নিশ্চিত করুন।
জনসভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সম্পাদক মো. নাছির উদ্দিন। তিনি বলেন, একটি নির্দিষ্ট গোষ্ঠী ও রাজনৈতিক দল আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনকে বাধাগ্রস্ত করতে চায়।
তারা নির্বাচন থেকে সরে যাওয়ার পাঁয়তারা করছে এবং বিএনপি নেতাকর্মীদের সঙ্গে ইচ্ছাকৃতভাবে গন্ডগোল সৃষ্টি করে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি করতে চাইছে, যার নজির শেরপুরে দেখা গেছে।
নোয়াখালী পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি সিরাজ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় জেলা বিএনপির আহ্বায়ক মাহবুব আলমগীর আলো, সদস্য সচিব হারুনুর রশিদ আজাদ, জাসাস নোয়াখালীর আহ্বায়ক লিয়াকত আলী খান’সহ অনেকেই বক্তব্য রাখেন।

