জি এম মুজিবুর রহমান, আশাশুনি (সাতক্ষীরা)প্রতিনিধি
আশাশুনি উপজেলার কুল্যা ইউনিয়নে নির্বাচনী প্রচার গাড়ী থেকে লিফলেট নিতে গিয়ে ভ্যান গাড়ী চাপায় নুসরাত নামে এক শিশুর মর্মান্তিক মুত্যু হয়েছে
(ইন্নালিল্লাহি অইন্না ইলায়হি রাজেউন)।
বৃহস্পতিবার (৩০ জানুয়ারী) সন্ধ্যায় বুধহাটা-বাঁকা সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশু কুল্যা গ্রামের মামুন শিকারীর মেয়ে।
জাতীয় সংসদ নির্বাচনে প্রচার গাড়ী সন্ধ্যা সাড়ে ৫ টার দিকে গুনাকরকাটি ব্রীজ থেকে কুল্যার মোড়ের দিকে আসতেছিল। কুল্যা সাহাজী পাড়ার কাছে পৌছলে গাড়ী থেকে ছুড়ে ফেলা লিফলেট নিতে শিশু নুসরত (৭) রাস্তা পার হচ্ছিল।
এসময় দ্রুত গতির মটর চালিত ভ্যানগাড়ী তাকে ধাক্কা দিলে নুসরত রাস্তায় ছিটকে পড়ে। ভ্যানের চাকা তার বুকের উপর দিয়ে চলে যায়। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে এ্যাম্বুলেন্সযোগে দ্রুত সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।
হাসাপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাত ৯ টার দিকে নুসরতের মৃত্যু হয়। রাতেই তার মৃতদেহ বাড়িতে আনা হয়। শনিবার বাদ জোহর নামাজে জানাযা শেষে মরহুমাকে দাফন করা হয়।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.