Nabadhara
ঢাকাশনিবার , ৩১ জানুয়ারি ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

কেন্দুয়ায় ৭২ কেজি গাঁজাসহ গ্রেফতার ৩

কেন্দুয়া (নেত্রকোণা) প্রতিনিধি
জানুয়ারি ৩১, ২০২৬ ৪:১৫ অপরাহ্ণ
Link Copied!

কেন্দুয়া (নেত্রকোণা) প্রতিনিধি

‎নেত্রকোণার কেন্দুয়া র‍্যাবের অভিযানে ৭২ কেজি গাঁজাসহ তিন জনকে আটক করা হয়েছে । এ সময় গাঁজা বহনে ব্যবহৃত একটি পিকআপ ভ্যান, মোবাইল ও ১৭শত টাকা জব্দ করা হয় । উদ্ধারকৃত গাঁজার মূল্য ১৪ লাখ ৪০ হাজার টাকা ।

‎শনিবার (৩১ জানুয়ারি) দুপুরে কেন্দুয়া থানা অফিসার ইনচার্জ মোঃ মেহেদী মাকসুদ এ সব তথ্য নিশ্চিত করেন ।

‎তিনি আরো জানান, গত শুক্রবার (৩০ জানুয়ারি) দিবাগত রাত আনুমানিক ২টা ৫০ মিনিটে ময়মনসিংহ র‍্যাব-১৪, গোপন সংবাদের ভিত্তিতে সান্দিকোনা ইউনিয়নের ডাউকি গ্রামে এ অভিযান পরিচালনা করে আটক করে তাদের । পরে কেন্দুয়া থানায় হস্তান্তর করা হয় ।

‎গ্রেফতারকৃতরা হলেন, ডাউকি গ্রামের মৃত জুবেদ আলীর ছেলে মোঃ জিয়াউর রহমান (৪৫) । তার সঙ্গে থাকা গ্রেফতার হওয়া অন্য দুজন হলেন, ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের মৃত আবু মিয়ার ছেলে নাজিম উদ্দীন (৪৯) এবং ব্রাহ্মণবাড়িয়া সদর থানার আবু তাহেরের ছেলে মোঃ লিটন (২২) ।

‎এ বিষয়ে অফিসার ইনচার্জ মোঃ মেহেদী মাকসুদ বলেন, ময়মনসিংহ র‍্যাব-১৪, মাদকবিরোধী অভিযানে আটক করে এবং পরে থানায় হস্তান্তর করেন তাদের । তিনি আরো বলেন, ইতোমধ্যে মাদক বিরোধী আইনে মামলা রজু হয়েছে । এমন অভিযান অব্যাহত থাকবে ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।