জয়পুরহাট প্রতিনিধি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে জয়পুরহাট-২ আসনের কালাই উপজেলায় প্রিজাইডিং ও সহকারী প্রিজাইডিং অফিসারদের একদিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
দিনব্যাপী এ প্রশিক্ষণে কালাই উপজেলার ৪৫ জন প্রিজাইডিং অফিসার ও ২৬৩ জন সহকারী প্রিজাইডিং অফিসার অংশগ্রহণ করেন। প্রশিক্ষণে ভোট গ্রহণের দিন দায়িত্ব পালন, আইনশৃঙ্খলা রক্ষা, ব্যালট ব্যবস্থাপনা এবং নির্বাচন সংক্রান্ত বিধি-বিধান সম্পর্কে বিস্তারিত দিকনির্দেশনা প্রদান করা হয়।
আজ শনিবার (৩১ জানুয়ারি) সকাল ৯টায় কালাই উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন ও নির্বাচন প্রশাসনের আয়োজনে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসার মো. আল মামুন মিয়া। তিনি বলেন, “নির্বাচনের দায়িত্ব পালনের ক্ষেত্রে সর্বোচ্চ নিরপেক্ষতা বজায় রাখতে হবে। ভোটগ্রহণ যেন সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষ হয়, সে বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মিনা মাহমুদা, জেলা নির্বাচন কর্মকর্তা মাহমুদ হাসান, সহকারী রিটার্নিং কর্মকর্তা ও কালাই উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শামীম আরা, সহকারী কমিশনার (ভূমি) ইফতেকার রহমান এবং উপজেলা নির্বাচন অফিসার মো. ফেরদৌস হোসেন।
জেলা পুলিশ সুপার মিনা মাহমুদা বলেন, “ভোটকেন্দ্র ও ভোটগ্রহণ কর্মকর্তাদের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে থেকে দায়িত্ব পালন করবে। নির্বাচন সংশ্লিষ্ট সকলের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বয় ও যোগাযোগ জোরদার করা হয়েছে।”
এসময় জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.