Nabadhara
ঢাকাশনিবার , ৩১ জানুয়ারি ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

ধানের শীষে ভোট দিলে উন্নয়নের ধারা অব্যাহত থাকবে-তারেক রহমান 

শেরপুর (বগুড়া) প্রতিনিধি
জানুয়ারি ৩১, ২০২৬ ৪:৪৬ অপরাহ্ণ
Link Copied!

শেরপুর (বগুড়া) প্রতিনিধি

বিএনপির চেয়ারপারসন তারেক রহমান বলেছেন, ধানের শীষে ভোট দিলে উন্নয়নের ধারা অব্যাহত থাকবে। তিনি বলেন, অতীতে যতবার ধানের শীষ বিজয়ী হয়েছে, ততবারই দেশের উন্নয়ন হয়েছে। আগামীতেও সেই উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে ধানের শীষের কোনো বিকল্প নেই।

শনিবার (৩১ জানুয়ারি) বেলা ২টার দিকে বগুড়া থেকে সিরাজগঞ্জ ও টাঙ্গাইলের জনসভায় যাওয়ার পথে শেরপুর উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে পৌর শহরের ধুনটমোড় এলাকায় আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তারেক রহমান বলেন, “আজ বহু বছর পর আপনাদের মাঝে ফিরে এসেছি। এজন্য মহান রব্বুল আল-আমিনের কাছে শুকরিয়া আদায় করছি। প্রিয় শেরপুর ও ধুনটবাসী, আগামী ১২ তারিখে বহুল প্রত্যাশিত জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। বিগত দিনে আপনারা বিপুল ভোটে ধানের শীষকে বিজয়ী করেছেন। এবারও নিজেদের এলাকার সন্তান হিসেবে আপনাদের কাছে অনুরোধ—ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে গোলাম মো. সিরাজকে বিজয়ী করুন।”

এ সময় শেরপুর-ধুনট এলাকার হাজার হাজার নেতাকর্মী ও সাধারণ মানুষ তারেক রহমানকে এক নজর দেখার জন্য রাস্তার দু’পাশে এবং পথসভাস্থলে ভিড় জমান।

পথসভায় আরও বক্তব্য রাখেন শেরপুর-ধুনট আসনের ধানের শীষের সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব গোলাম মো. সিরাজ, কেন্দ্রীয় বিএনপির সদস্য একে এম মাহবুবার রহমান হারেজ ও ফজলুর রহমান খোকন, বগুড়া জেলা বিএনপির সাবেক উপদেষ্টা আলহাজ্ব জানে আলম খোকা, শেরপুর উপজেলা বিএনপির সভাপতি ভিপি শহিদুল ইসলাম বাবলু, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম মিন্টু, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম শফিক, ধুনট উপজেলা বিএনপির সভাপতি তৌহিদুল ইসলাম মামুন ও সাধারণ সম্পাদক মো. পাশা।

এছাড়াও উপস্থিত ছিলেন ধুনট পৌর বিএনপির সভাপতি আলিমুদ্দিন হারুন, শেরপুর পৌর বিএনপির সভাপতি স্বাধীন কুমার কুন্ডু, সাধারণ সম্পাদক ফিরোজ আহম্মেদ জুয়েল, শেরপুর পৌর শাখার সাংগঠনিক সম্পাদক মামুনুর রশিদ আপেল, শেরপুর উপজেলা যুবদলের আহ্বায়ক আশরাফুদ্দৌলা মামুন, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাহ মো. কাউসার কলিন্সসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।