একে মিলন, সুনামগঞ্জ প্রতিনিধি
সুনামগঞ্জ শহরের হাছননগর খেজা উড়া এলাকায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে খাদ্যসামগ্রী ও শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
শনিবার (৩১ জানুয়ারি) বিকেলে সার্ক মানবাধিকার ফাউন্ডেশন সুনামগঞ্জ জেলা শাখার উদ্যোগে এই সহায়তা প্রদান করা হয়।
উল্লেখ্য, গত ২৯ জানুয়ারি বৃহস্পতিবার সকালে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে ওই এলাকার বসতবাড়ি পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। মানবিক সহায়তার অংশ হিসেবে আজ সংগঠনের ৫ সদস্যের একটি প্রতিনিধি দল ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে যান এবং পরিবারের সদস্যদের সাথে কথা বলেন।
সহায়তা বিতরণ ও পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন, সার্ক মানবাধিকার ফাউন্ডেশন সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি একে মিলন আহমদ, সহ সভাপতি হরিপদ দেবনাথ, সাংগঠনিক সম্পাদক এম এস মাসুম আহমদ, মানবাধিকার কর্মী রিংকু চৌধুরী, মানবাধিকার কর্মী, আব্দুল করিম বাবুল।
পরিদর্শনকালে নেতৃবৃন্দ ক্ষতিগ্রস্ত পরিবারের প্রতি সমবেদনা জানান এবং প্রশাসন সহ সমাজের বিত্তবানদের আর্তমানবতার সেবায় এগিয়ে আসার আহ্বান জানান।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.