জয়পুরহাট প্রতিনিধি
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণার অংশ হিসেবে জয়পুরহাট-২ আসনে (কালাই, ক্ষেতলাল ও আক্কেলপুর) বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ ১১ দলীয় জোটের উদ্যোগে এক বিশাল জনসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার(৩১ জানুয়ারি )দুপুরে ক্ষেতলাল সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে আয়োজিত এ জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর নায়েবে আমীর অধ্যাপক মজিবুর রহমান।
দুপুর ১২টায় শুরু হওয়া জনসভায় সভাপতিত্ব করেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি এবং জয়পুরহাট-২ আসনের সংসদ সদস্য প্রার্থী এস এম রাশেদুল আলম সবুজ। সভায় জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীসহ বিপুল সংখ্যক সমর্থক উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক মজিবুর রহমান বলেন, অতীতে বিভিন্ন দল একাধিকবার রাষ্ট্রক্ষমতায় গেলেও কোরআনের আইন প্রতিষ্ঠা করতে পারেনি। জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে ইনশাআল্লাহ সংসদে কোরআনের আইন প্রতিষ্ঠা করা হবে বলে তিনি মন্তব্য করেন। তিনি আরও বলেন, সৎ, যোগ্য ও আদর্শবান নেতৃত্ব প্রতিষ্ঠার মাধ্যমেই দেশে ন্যায়বিচার ও সুশাসন নিশ্চিত করা সম্ভব।
দেশের চলমান রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতি তুলে ধরে তিনি বলেন, জনগণের বর্তমান সংকটের স্থায়ী সমাধান ইসলামী নীতি ও মূল্যবোধভিত্তিক রাষ্ট্র ব্যবস্থার মাধ্যমেই সম্ভব। এ সময় তিনি দলের প্রার্থীকে বিজয়ী করতে ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করার জন্য নেতা-কর্মী ও সাধারণ জনগণের প্রতি আহ্বান জানান।
সভাপতির বক্তব্যে সংসদ সদস্য প্রার্থী এস এম রাশেদুল আলম সবুজ বলেন, নির্বাচিত হলে তিনি এ আসনের উন্নয়ন, শিক্ষা ও স্বাস্থ্য খাতের অগ্রগতি এবং যুবসমাজের সমস্যা সমাধানে কাজ করবেন। তিনি জনগণের দোয়া ও সমর্থন কামনা করেন।
জনসমাবেশে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা নিরাপত্তার দায়িত্ব পালন করেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.