Nabadhara
ঢাকাশনিবার , ৩১ জানুয়ারি ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

মান্দায় শ্বশুরের মারপিটে জামাই ও বিয়াই গুরুতর আহত

মান্দা (নওগাঁ) প্রতিনিধি
জানুয়ারি ৩১, ২০২৬ ৬:০১ অপরাহ্ণ
Link Copied!

মান্দা (নওগাঁ) প্রতিনিধি

নওগাঁর মান্দা উপজেলায় পারিবারিক বিরোধকে কেন্দ্র করে শ্বশুর ও স্বজনদের মারপিটে জামাই ও বিয়াই গুরুতর আহত হয়েছেন। শনিবার (৩১ জানুয়ারি) সকালে উপজেলার নুরুল্লাবাদ ইউনিয়নের বারিল্যা বটতলা বাজারে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন উপজেলার বারিল্যা গ্রামের মৃত আমীর সোনারের ছেলে ময়েজ উদ্দিন সোনার (৬৫) এবং তার ছেলে শাহাদত হোসেন (৪০)। আহত অবস্থায় তাদের উদ্ধার করে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।

অভিযুক্তরা হলেন বারিল্যা পশ্চিমপাড়া গ্রামের আমেদ আলীর ছেলে তহিদুল ইসলাম (৫৫), তার ভাগিনা ফিরোজ উদ্দিন (২৩) এবং মেয়ে সুলতানা আক্তার (২৮)।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় এক যুগ আগে শাহাদত হোসেনের সঙ্গে সুলতানা আক্তারের বিয়ে হয়। তাদের সংসারে একটি ৯ বছর বয়সী মেয়ে ও ৫ বছর বয়সী ছেলে সন্তান রয়েছে। অভিযোগ অনুযায়ী, দাম্পত্য জীবনের এক পর্যায়ে সুলতানা আক্তার স্বামীর সংসার ছেড়ে বাবার বাড়িতে চলে যান। এ নিয়ে উভয় পরিবারের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল।

সর্বশেষ স্বামীর সংসারে ফেরার বিষয় ও অর্থনৈতিক লেনদেন সংক্রান্ত কথাবার্তাকে কেন্দ্র করে শনিবার সকালে বাজারে উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে মারপিটের ঘটনা ঘটে, এতে শাহাদত হোসেন ও তার বাবা ময়েজ উদ্দিন সোনার গুরুতর আহত হন।

অভিযুক্ত তহিদুল ইসলাম বলেন, “আমি ও আমার মেয়ে বাজারে থাকাকালে আমাদের ওপর হামলা করা হয়। সেখানে আমাদের কোনো লোকজন ছিল না। ধস্তাধস্তির মধ্যে কীভাবে আঘাত লেগেছে, তা আমাদের জানা নেই।”

এ বিষয়ে মান্দা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুল গনি বলেন, “মারপিটের ঘটনার কথা শুনেছি। তবে এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।