Nabadhara
ঢাকাশনিবার , ৩১ জানুয়ারি ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান নির্বাচিত অধ্যক্ষ শরীফ মো. আক্তারুজ্জামান

মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি
জানুয়ারি ৩১, ২০২৬ ৬:০৪ অপরাহ্ণ
Link Copied!

মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি

জাতীয় শিক্ষা সপ্তাহ–২০২৬ উপলক্ষে বিভাগীয় পর্যায়ে মাদ্রাসা শিক্ষা ধারায় শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান হিসেবে নির্বাচিত হয়েছেন মাগুরার মহম্মদপুর উপজেলার বড়রিয়া এ ডাব্লিউ ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ শরীফ মো. আক্তারুজ্জামান। বর্ণাঢ্য কর্মজীবন, দক্ষ নেতৃত্ব ও শিক্ষা ক্ষেত্রে অনন্য অবদানের স্বীকৃতিস্বরূপ গত ২৭ জানুয়ারি তাকে এ সম্মানে ভূষিত করা হয়।

অধ্যক্ষ শরীফ মো. আক্তারুজ্জামান একজন উচ্চশিক্ষিত, মেধাবী ও অভিজ্ঞ শিক্ষাবিদ। তিনি ১৯৮৭ সালে দাখিল, ১৯৮৯ সালে আলিম, ১৯৯১ সালে ফাজিল এবং ১৯৯৩ সালে কামিল পরীক্ষায় উত্তীর্ণ হন। পরবর্তীতে ১৯৯৮ সালে এম.এ পরীক্ষায় প্রথম শ্রেণিতে কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হন। ১৯৯৪ সালে নড়াইলের লোহাগড়া উপজেলার এসএইচবি আরসি আলিম মাদ্রাসায় আরবি প্রভাষক হিসেবে তার শিক্ষকতা জীবন শুরু হয়। সেখানে দীর্ঘদিন সাফল্যের সঙ্গে দায়িত্ব পালনের পর ২০১৩ সালে তিনি মহম্মদপুর উপজেলার বড়রিয়া এ ডাব্লিউ ফাজিল মাদ্রাসায় অধ্যক্ষ হিসেবে যোগদান করেন।

অধ্যক্ষ হিসেবে দায়িত্ব গ্রহণের পর থেকেই তার বিচক্ষণতা ও দূরদর্শী নেতৃত্বে বড়রিয়া মাদ্রাসাটি একটি আদর্শ শিক্ষা প্রতিষ্ঠানে রূপ লাভ করে। তার সময়ে মাদ্রাসার অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি শিক্ষা কার্যক্রমে গুণগত পরিবর্তন এসেছে এবং শিক্ষার্থীদের ফলাফল ও শৃঙ্খলা উল্লেখযোগ্যভাবে উন্নত হয়েছে।

শিক্ষা ক্ষেত্রে অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে তিনি এর আগে উপজেলা পর্যায়ে পাঁচবার এবং জেলা পর্যায়ে একবার শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান নির্বাচিত হন। সর্বশেষ খুলনা বিভাগের সকল মাদ্রাসা প্রতিষ্ঠানের মধ্যে শ্রেষ্ঠত্ব অর্জনের মাধ্যমে তিনি মহম্মদপুর উপজেলা তথা মাগুরা জেলার জন্য এক অনন্য গৌরব বয়ে এনেছেন।

অধ্যক্ষ শরীফ মো. আক্তারুজ্জামান শুধু একজন দক্ষ শিক্ষাপ্রশাসকই নন, বরং একজন গবেষক ও নিবেদিতপ্রাণ সমাজসেবক হিসেবেও পরিচিত। তিনি মান্দারবাড়িয়া মাদিনাতুল আউলিয়া ওয়াল উলামা মাদ্রাসা, এতিমখানা, বালিকা এতিমখানা এবং মাদিনাতুল আউলিয়া ওয়াল উলামা ফাউন্ডেশন সুনামের সঙ্গে পরিচালনা করে আসছেন। শিক্ষা, গবেষণা ও সমাজসেবায় তার সক্রিয় ভূমিকা তাকে একজন অনুসরণযোগ্য ব্যক্তিত্বে পরিণত করেছে।

তার এই সাফল্যে মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসীর মধ্যে ব্যাপক আনন্দ ও উৎসাহের সৃষ্টি হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমেও শুভাকাঙ্ক্ষীরা তাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।