জামালপুর প্রতিনিধি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জামালপুর-৩ (মেলান্দহ–মাদারগঞ্জ) আসনের জাতীয় পার্টি মনোনীত প্রার্থী মীর সামসুল আলম লিপটন ভোট কেন্দ্র দখলের আশঙ্কার কথা জানিয়েছেন। তিনি বলেন, নির্বাচনের দিন একটি বড় দল ভোট কেন্দ্র দখল করে ফলাফল নিজেদের পক্ষে নেওয়ার চেষ্টা করতে পারে—এমন আভাস তারা পাচ্ছেন।
শনিবার (৩১ জানুয়ারি) দুপুরে মেলান্দহ উপজেলার শ্যামগঞ্জ কালীবাড়ি বাজারে নির্বাচনী প্রচারণাকালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি প্রশাসন ও নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানিয়ে বলেন, যেন কোনোভাবেই সিল মারা বা কেন্দ্র দখলের ঘটনা না ঘটে, সে বিষয়ে সতর্ক দৃষ্টি রাখতে হবে।
মীর সামসুল আলম লিপটন আরও বলেন, “আমার বিশ্বাস, প্রশাসন আগের মতো আর ভুল করবে না। অতীতে একটি দলকে সমর্থন দিতে গিয়ে প্রধান নির্বাচন কমিশনারসহ অনেকেই লাঞ্ছনা ও অপমানের শিকার হয়েছেন। সেই ঝুঁকি এবার প্রশাসন নেবে না বলেই আমি মনে করি।”
শনিবার সকাল থেকে জাতীয় পার্টির নেতাকর্মী ও সমর্থকদের সঙ্গে নিয়ে তিনি মেলান্দহ উপজেলার শ্যামগঞ্জ কালীবাড়ি বাজার থেকে লাঙল প্রতীকে ভোট চেয়ে প্রচার-প্রচারণা শুরু করেন। পরে তিনি মাদারগঞ্জ উপজেলার জোড়খালী, গুণারীতলা, চরপাকেরদহ, আদারভিটা ও বালিজুড়ীসহ বিভিন্ন ইউনিয়নে গণসংযোগ করেন এবং ভোটারদের কাছে সমর্থন কামনা করেন।
নির্বাচনী সভাগুলোতে বক্তব্য দিতে গিয়ে জাতীয় পার্টির এই প্রার্থী বলেন, জাতীয় পার্টির দেশ পরিচালনার পূর্ব অভিজ্ঞতা রয়েছে। তিনি উল্লেখ করেন, জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহাম্মদ এরশাদ ইসলামকে রাষ্ট্রধর্ম হিসেবে স্বীকৃতি দিয়েছেন এবং জাতীয় পার্টি সবসময় দেশের উন্নয়নে কাজ করে এসেছে।
আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য নির্বাচনে ভোটারদের লাঙল মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.