Nabadhara
ঢাকাশনিবার , ৩১ জানুয়ারি ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

গোপালগঞ্জে ধানের শীষের প্রার্থী ডা. বাবরের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘন ও ভয়ভীতির অভিযোগ

গোপালগঞ্জ প্রতিনিধি 
জানুয়ারি ৩১, ২০২৬ ৬:১৫ অপরাহ্ণ
Link Copied!

গোপালগঞ্জ প্রতিনিধি 

গোপালগঞ্জ-২ আসনের নির্বাচনী পরিবেশ নিয়ে উদ্বেগ প্রকাশ করে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘন ও ভয়ভীতির অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছে স্বতন্ত্র প্রার্থী বীর মুক্তিযোদ্ধা এম এইচ খান মঞ্জুর নির্বাচন পরিচালনা কমিটি। শনিবার(৩১ জানুয়ারি)দুপুরে গোপালগঞ্জ শহরের লঞ্চঘাটস্থ বাস ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন কমিটির সদস্য মো. জামাল উদ্দিন শেখ।

লিখিত বক্তব্যে জানানো হয়, হরিণ প্রতীকের স্বতন্ত্র প্রার্থী এম এইচ খান মঞ্জু একজন বীর মুক্তিযোদ্ধা এবং গোপালগঞ্জ জেলা পরিষদের প্রথম নির্বাচিত চেয়ারম্যান ছিলেন। তিনি গোপালগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য ও একটি ডিগ্রি কলেজের অধ্যক্ষ হিসেবেও দায়িত্ব পালন করেছেন। দীর্ঘ রাজনৈতিক জীবনে তার পরিচ্ছন্ন ভাবমূর্তি ও সাধারণ মানুষের সঙ্গে নিবিড় সম্পর্কের কারণে নির্বাচনী প্রচারণায় ব্যাপক সাড়া মিলছে বলে দাবি করা হয়।

সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, এ জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে ধানের শীষের প্রার্থী ডা. কে এম বাবর আলী ও তার সমর্থকরা বিভিন্ন ধরনের অপপ্রচারে লিপ্ত হয়েছেন। জামাল উদ্দিন শেখ বলেন, ডা. বাবর ক্ষমতার প্রভাব খাটিয়ে থানা পাড়ায় সরকারি জায়গা ও খালের ওপর ভবন নির্মাণ করে একটি ক্লিনিক পরিচালনা করছেন এবং খালে ময়লা ফেলে পরিবেশের ক্ষতি করছেন। এছাড়া ওই ক্লিনিকে ভুল চিকিৎসার কারণে মা ও শিশু মৃত্যুর ঘটনা ঘটেছে বলেও অভিযোগ করা হয়। বর্তমানে সাধারণ মানুষকে মামলা-হামলার ভয় দেখিয়ে এলাকা ছাড়তে বাধ্য করা হচ্ছে বলেও তিনি দাবি করেন।

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ তুলে সংবাদ সম্মেলনে আরও বলা হয়, স্কুলের সামনে রঙিন বিলবোর্ড, পোস্টার ও ফেস্টুন স্থাপন করে নির্বাচনী বিধি ভঙ্গ করা হচ্ছে, যা শহরের সৌন্দর্য নষ্ট করছে। এ সময় অতীতে যৌথ বাহিনীর অভিযানে ডা. বাবরের বাসা থেকে অবৈধ অস্ত্র উদ্ধারের ঘটনাও উল্লেখ করা হয়।

সংবাদ সম্মেলনে স্বতন্ত্র প্রার্থীর সমর্থকরা বলেন, হামলা বা মামলার ভয় দেখিয়ে এম এইচ খান মঞ্জুকে জনগণের ভালোবাসা থেকে বিচ্ছিন্ন করা যাবে না। তারা আশা প্রকাশ করেন, আগামী ১২ ফেব্রুয়ারি নির্বাচনে গোপালগঞ্জের মানুষ ব্যালটের মাধ্যমে এসব অভিযোগের উপযুক্ত জবাব দেবে।

এ বিষয়ে নির্বাচনী প্রচারণায় সমান সুযোগ নিশ্চিত করতে এবং আচরণবিধি রক্ষায় জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার জরুরি হস্তক্ষেপ কামনা করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।