Nabadhara
ঢাকাশনিবার , ৩১ জানুয়ারি ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

লক্ষ্মীপুরে নির্বাচন ও গণভোটে নিরাপত্তা জোরদারে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

লক্ষ্মীপুর প্রতিনিধি
জানুয়ারি ৩১, ২০২৬ ৬:৪৭ অপরাহ্ণ
Link Copied!

লক্ষ্মীপুর প্রতিনিধি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে লক্ষ্মীপুরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে ১০ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। শনিবার ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) থেকে আগত বিজিবি সদস্যরা জেলার বিভিন্ন এলাকায় মোবাইল টহল ও স্ট্রাইকিং ফোর্স কার্যক্রম শুরু করেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, লক্ষ্মীপুর জেলার চারটি সংসদীয় আসনের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে এই ১০ প্লাটুন বিজিবি দায়িত্ব পালন করবে। তারা সেনাবাহিনীসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে নির্বাচনী এলাকায় স্থাপিত অস্থায়ী বেইজ ক্যাম্পে অবস্থান নেবে।

নির্বাচনকালীন সময়ে বিজিবি সদস্যরা গুরুত্বপূর্ণ স্থানে রোবাস্ট পেট্রোলিং পরিচালনা, অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে যানবাহন ও ব্যক্তির তল্লাশি এবং ভোটকেন্দ্রের আশপাশে নিয়মিত টহলের মাধ্যমে নিরাপত্তা নিশ্চিত করবেন।

ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোশারফ গণমাধ্যমকে জানান, নির্বাচনকালীন শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা এবং ভোটাররা যেন নির্বিঘ্নে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সেটিই বিজিবির প্রধান লক্ষ্য। এ সময় তিনি বলেন, সরকার ও নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী বিজিবি দায়িত্ব পালন করবে।

নিরাপত্তা জোরদারের ফলে জেলায় নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরে এসেছে বলে জানিয়েছেন স্থানীয়রা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।