মুন্সীগঞ্জ প্রতিনিধি
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মুন্সীগঞ্জ–২ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত হাতপাখা প্রতীকের প্রার্থী কেএম বিল্লাল হোসাইন টঙ্গীবাড়ি উপজেলায় দিনব্যাপী নির্বাচনী গণসংযোগ পরিচালনা করেছেন।
শনিবার (৩১ জানুয়ারি) সকালেই আড়িয়ল বাজার থেকে গণসংযোগ কার্যক্রম শুরু করেন তিনি। এরপর ফজুশাহ বাজার, পুরা বাজার ও বালিগাঁও বাজারসহ উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ বাজারে ভোটার ও ব্যবসায়ীদের সঙ্গে সরাসরি কথা বলেন এবং হাতপাখা প্রতীকে ভোট প্রার্থনা করেন।
গণসংযোগকালে কেএম বিল্লাল হোসাইন বলেন, “ইসলামভিত্তিক আদর্শ ও সৎ নেতৃত্ব প্রতিষ্ঠার মাধ্যমে জনগণের অধিকার ফিরিয়ে দিতে ইসলামী আন্দোলন বাংলাদেশ কাজ করে যাচ্ছে। আমরা দুর্নীতিমুক্ত ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনে ভোটারদের সহযোগিতা কামনা করছি।”
এ সময় জেলা ইসলামী আন্দোলন বাংলাদেশের সেক্রেটারি গাজী রফিকুল ইসলাম, প্রচার ও দাওয়া বিষয়ক সম্পাদক জসিম উদ্দিনসহ দলটির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। তারা গণসংযোগে অংশ নিয়ে ভোটারদের কাছে ইসলামী আন্দোলনের নির্বাচনী বার্তা পৌঁছে দেন।

