দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সফলভাবে সম্পন্ন করতে দৌলতপুরে প্রিজাইডিং অফিসারদের জন্য একদিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার(৩১ জানুয়ারি )সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উদ্বোধন করা হয় এ প্রশিক্ষণ কর্মশালার।
প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসার মো. ইকবাল হোসেন। বিশেষ অতিথি ছিলেন কুষ্টিয়া পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিন, সিনিয়র জেলা নির্বাচন অফিসার মো. মাহবুবুর রহমান এবং দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার অনিন্দ গুহ। এছাড়া দৌলতপুর থানার ওসি মো. আরিফুর রহমান, উপজেলা নির্বাচন কর্মকর্তা কল্লোল বিশ্বাসসহ সংশ্লিষ্ট অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি জেলা প্রশাসক মো. ইকবাল হোসেন বলেন, “অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ ভোট গ্রহণের জন্য সকলকে দক্ষতা ও সততার সাথে দায়িত্ব পালন করতে হবে। এবারের নির্বাচন ইতিহাসে স্মরণীয় হবে এবং এ দায়িত্ব পালনে প্রিজাইডিং অফিসারদের গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে। যারা নির্বাচন বাঁধাগ্রস্ত করতে চাইবে, তাদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে।”
বিশেষ অতিথি পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিন ভোটগ্রহণকারী প্রিজাইডিং অফিসারদের গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেন এবং নির্বাচনকে সুষ্ঠু ও নিরাপদভাবে সম্পন্ন করার জন্য সতর্কবার্তা প্রদান করেন।
প্রশিক্ষণ কর্মশালায় ভোটগ্রহণ পদ্ধতি, ব্যালট পেপার ও ব্যালট বাক্স ব্যবস্থাপনা, ভোটার শনাক্তকরণ, ভোট গণনা ও ফলাফল প্রেরণ প্রক্রিয়া বিষয়ে বিস্তারিত প্রশিক্ষণ দেওয়া হয়। কুষ্টিয়া-১ দৌলতপুর আসনের ১৩৫টি ভোট কেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং অফিসাররা এ কর্মশালায় অংশগ্রহণ করেন।

