জামালপুর প্রতিনিধি
জামালপুরের সরিষাবাড়ীতে দেশীয় তৈরি একটি আগ্নেয়াস্ত্র ও দুই রাউন্ড গুলিসহ আমিনুল ইসলাম (৩২) নামে এক যুবককে গ্রেফতার করেছে সেনাবাহিনী। শনিবার (৩১ জানুয়ারি) ভোরে সরিষাবাড়ী পৌরসভার বলারদিয়ার গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
পুলিশের সূত্রে জানা গেছে, ভোরে সরিষাবাড়ী আর্মি ক্যাম্পের একটি টহল দল, ক্যাপ্টেন শাহরিয়ারের নেতৃত্বে, বলারদিয়ার গ্রামের একটি বাড়িতে তল্লাশি চালায়। তল্লাশির সময় বাড়ির পাশের ধানক্ষেত সংলগ্ন গোয়ালঘরের ভেতরে মাটিতে পুতে রাখা অবস্থায় দেশীয় তৈরি একটি শর্টগান ও দুই রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়। এ সময় একই এলাকার মোয়াজ্জেম হোসেনের ছেলে আমিনুল ইসলামকে আটক করা হয়।
পরে উদ্ধারকৃত আগ্নেয়াস্ত্র ও গুলিসহ আটক যুবককে সরিষাবাড়ী থানায় হস্তান্তর করা হয়।
সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাচ্চু মিয়া বলেন, “সেনাবাহিনীর পক্ষ থেকে একজন আসামিকে আগ্নেয়াস্ত্র ও গুলিসহ থানায় হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে এবং আদালতে প্রেরণের প্রক্রিয়া চলছে।

