নরসিংদী প্রতিনিধি
নরসিংদীর রায়পুরায় ডিম কিনতে গিয়ে রেললাইন পার হওয়ার সময় ট্রেনে কাটা পড়ে লুৎফর নাহার (৬০) নামে এক বৃদ্ধার মর্মান্তিক মৃত্যু হয়েছে।
শনিবার (৩১ জানুয়ারি) বেলা পৌনে ১২টার দিকে উপজেলার মহেশপুর ইউনিয়নের দৌলতকান্দি রেলওয়ে স্টেশনের পশ্চিম পাশে সাপমারা বাজার সংলগ্ন এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত লুৎফর নাহার মানিক ভূঁইয়ার স্ত্রী। তিনি পাঁচ সন্তানের জননী ছিলেন বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে অটোরিকশায় করে সাপমারা বাজারে আসেন লুৎফর নাহার। গাড়ি থেকে নেমে ডিম কেনার উদ্দেশ্যে রেললাইন পার হচ্ছিলেন তিনি। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা দ্রুতগামী 'কালনী এক্সপ্রেস' ট্রেনটি দৌলতকান্দি স্টেশন অতিক্রম করার সময় তিনি লাইনের ওপর পড়ে যান। ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
খবর পেয়ে রেলওয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় এবং তাদের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে বলে জানা গেছে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.