স্টাফ রিপোর্টার, নড়াইল
নড়াইলের লোহাগড়ায় বিএনপি, ইসলামী শাসনতন্ত্র আন্দোলন (চরমোনাই), গণঅধিকার পরিষদ এবং বালাদেশ আওয়ামী লীগ থেকে মোট ১২ জন নেতা-কর্মী বাংলাদেশ জামায়াতে ইসলামী দলে যোগদান করেছেন।
শনিবার (৩১ জানুয়ারি) বিকালে লক্ষীপাশাস্থ জামায়াতে ইসলামের দলীয় কার্যালয়ে নবাগত নেতাদের ফুল দিয়ে স্বাগত জানান দলীয় নেতারা।
যোগদানকারীদের মধ্যে ছিলেন:ইসলামী শাসনতন্ত্র আন্দোলন (চরমোনাই): নলদী ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা মোস্তকিম বিল্লাহ, সহ-সভাপতি আলমগীর হুসাইন, মোশাররফ হোসেন, ওয়ার্ড সভাপতি মশিউর রহমান, সাধারণ সম্পাদক মহিউদ্দিন মোল্যা, কর্মী হাফেজ ইসমাইল মোল্যা,বিএনপি: দিঘলিয়া ইউনিয়নের সভাপতি টুটুল মোল্যা, কোটকোল ইউনিয়নের সভাপতি মিল্লাত শেখ, লোহাগড়া পৌরসভার নং২ ওয়ার্ডের সুজন মিয়া,গণঅধিকার পরিষদ (এনসিপি) নড়াইল জেলা শাখা: সহ-সভাপতি আঃ সামাদ লস্কর,বাংলাদেশ আওয়ামী লীগ: দিঘলিয়া ইউনিয়নের সাবেক মেম্বর মোঃ বাদশা মিয়া, ৯নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক কামাল শেখ।
যোগদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী লোহাগড়া শাখার আমীর মাওলানা হাদিউজ্জামান। বক্তব্য রাখেন জেলা জামায়াতের সুরা সদস্য ও নড়াইল-২ আসনের জামায়াতে ইসলামীর প্রার্থী আতাউর রহমান বাচ্চুর নির্বাচন পরিচালনা কমিটির প্রধান জামিরুল ইসলাম টুটুল, সুরা সদস্য ইমদাদুল ইসলাম, মানোয়ার মল্লিক এবং উপজেলা জামায়াতের সহকারী সাধারণ সম্পাদক হাফেজ ইমরান হুসাইন।
দল পরিবর্তনের কারণ ব্যাখ্যা করে গণঅধিকার পরিষদ নড়াইল জেলা শাখার সহ-সভাপতি আঃ সামাদ লস্কর বলেন, “গণঅধিকার পরিষদের রাজনৈতিক অবস্থান ও নীতির সঙ্গে আমি একমত নই। ন্যায় ও ইনসাফের রাজনীতিতে বিশ্বাস থেকেই স্বেচ্ছায় জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছি। আগামী জাতীয় সংসদ নির্বাচনে দলের প্রার্থী দাড়ীপাল্লা প্রতীকে কাজ করব।”
লোহাগড়া উপজেলা জামায়াতে ইসলামী আমীর মাওলানা হাদিউজ্জামান বলেন, “ন্যায়ভিত্তিক রাজনীতিতে বিশ্বাসী যে কোনো দলের লোকের জন্য জামায়াতের দরজা খোলা রয়েছে।”

