Nabadhara
ঢাকাশনিবার , ৩১ জানুয়ারি ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

গাজীপুরে ছাত্রদল নেতার ছুরিকাঘাতে নারী ব্যবসায়ী নিহত

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর
জানুয়ারি ৩১, ২০২৬ ৭:৪৭ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর

গাজীপুর মহানগরের ৩৫ নম্বর ওয়ার্ডের দুলাল মার্কেটে পাওনা টাকা সংক্রান্ত বিরোধের জেরে রানী ফ্যাশন গ্যালারির মালিক রানী (৪৫) নিহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে শনিবার সকাল আনুমানিক ১১টার দিকে।

স্থানীয় সূত্রে জানা যায়, নিহত রানী স্বামী পরিত্যক্তা ছিলেন। তিনি কাপড়ের ব্যবসার পাশাপাশি সুদের ভিত্তিতে টাকা লেনদেন করতেন। পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে একই এলাকার মুদি দোকানদার নজরুল ইসলাম ও তার ছেলে আশিকের সঙ্গে রানীর কথা কাটাকাটির ঘটনা ঘটে। একপর্যায়ে নজরুলের ছেলে আশিক (২২) ছুরি নিয়ে রানীর ওপর হামলা চালান। রানীর ছেলে হৃদয় মাকে রক্ষা করতে এগিয়ে গেলে তাকে ও ছুরিকাঘাত করা হয়।

উভয় আহতকে স্থানীয়রা উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে দুপুর আনুমানিক ১টার দিকে চিকিৎসকরা রানীকে মৃত ঘোষণা করেন। আহত হৃদয় বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

স্থানীয় ও রাজনৈতিক সূত্রে জানা যায়, অভিযুক্ত আশিক গাজীপুর মহানগর গাছা থানার ৩৫ নম্বর ওয়ার্ড ছাত্রদলের গত কমিটির সাধারণ সম্পাদক ছিলেন। মহানগর ছাত্রদলের যুগ্ম সম্পাদক মোমিন উদ্দিন বলেন, “আশিক আমাদের সঙ্গে ছাত্র রাজনীতি করতো এবং সে বিগত কমিটির ৩৫ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সাধারণ সম্পাদক ছিল।”

ঘটনার খবর পেয়ে গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি বলেন, “ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং অভিযুক্তদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।”

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।