সুব্রত সরকার, মহম্মদপুর (মাগুরা)
মাগুরা উপজেলার বিনোদপুরে ধানের শীষের বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩১ জানুয়ারি ) বিকেলে বিনোদপুর বসন্ত কুমার বহুমুখী মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এ জনসভায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মাগুরা-২ আসনের ধানের শীষ মনোনীত প্রার্থী সাবেক মন্ত্রী অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরীর সমর্থনে মানুষি অংশগ্রহণ দেখা গেছে।
সভায় সভাপতিত্ব করেন বিএনপি নেতা ও ১নং ওয়ার্ডের সাবেক বারবার নির্বাচিত ইউপি সদস্য মোঃ বাকের আলী বিশ্বাস। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরী। এছাড়া বক্তব্য রাখেন জেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট মিথুন রায় চৌধুরী, জেলা বিএনপি’র সদস্য অ্যাডভোকেট রোকনুজ্জামান খান, মহম্মদপুর উপজেলা চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর আলম খান বাচ্চু, উপজেলা বিএনপি’র সাবেক আহ্বায়ক মোঃ মৈমুর আলী মৃধা, সাবেক সভাপতি ও চেয়ারম্যান মোঃ গোলাম আজম সাবু, জাতীয়তাবাদী কৃষকদের কেন্দ্রীয় কমিটির নেতা মোঃ খাইরুল্লাহ শিপন, উপজেলা ছাত্রদলের সদস্য-সচিব মোঃ রজব আলী ও সৌদি আরব কেন্দ্রীয় কমিটির সাবেক অর্থ সম্পাদক মোঃ হাফিজার রহমান।
বক্তারা আগামী নির্বাচনে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে এবং গণতন্ত্র পুনরুদ্ধারে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.