Nabadhara
ঢাকাশনিবার , ৩১ জানুয়ারি ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

রাজশাহী-৫: জামায়াতে ইসলামী প্রার্থী মনজুরের গণসংযোগে ভোটারদের উৎসাহ চাঙ্গা

আমিনুল ইসলাম, দুর্গাপুর (রাজশাহী)প্রতিনিধি 
জানুয়ারি ৩১, ২০২৬ ১০:৩৫ অপরাহ্ণ
Link Copied!

আমিনুল ইসলাম, দুর্গাপুর (রাজশাহী)প্রতিনিধি 

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজশাহী-৫ (দুর্গাপুর–পুঠিয়া) আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মাওলানা মনজুর রহমানের কৌশলী ও প্রাণবন্ত গণসংযোগে স্থানীয় ভোটারদের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা গেছে।

শনিবার দুর্গাপুর পৌরসভার ২ নং ওয়ার্ড শালঘরিয়া গ্রামে আয়োজিত গণসংযোগে মাওলানা মনজুর রহমান সাধারণ মানুষ ও ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট প্রার্থনা করেন। রাজশাহী জেলা জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারি মুহাম্মদ নুরুজ্জামান লিটনও উপস্থিত ছিলেন, যিনি স্থানীয় হিসেবে গ্রামবাসীর সঙ্গে সরাসরি সংযোগ স্থাপন করে গণসংযোগকে আরও প্রাণবন্ত করেন।

গণসংযোগকালে মাওলানা মনজুর রহমান ভোটারদের উদ্দেশ্যে বলেন, “ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠা, সুশাসন নিশ্চিতকরণ এবং জনকল্যাণমূখী রাজনীতির মাধ্যমে মানুষের জীবনমান উন্নয়নই জামায়াতে ইসলামীর মূল লক্ষ্য।”

উপজেলা ও জেলা জামায়াতের নেতৃবৃন্দের পাশাপাশি গ্রামবাসী, ছাত্রনেতা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। জেলা জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারি মুহাম্মদ নুরুজ্জামান লিটন জানান, “নিজের এলাকার মানুষদের সঙ্গে প্রার্থীর গণসংযোগে অংশ নিতে পেরে আমি গর্বিত। জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে শালঘরিয়ায় উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে।”

এই গণসংযোগে উপস্থিত ভোটাররা মাওলানা মনজুর রহমানের দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার আগ্রহ প্রকাশ করেছেন, যা নির্বাচনী মাঠে জামায়াতে ইসলামী প্রার্থীর জন্য ইতিবাচক সংকেত হিসেবে দেখা হচ্ছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।