আর.কে.বাপ্পা, দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে সাতক্ষীরা-২ (সাতক্ষীরা সদর ও দেবহাটা) আসনে বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ্ব আব্দুর রউফ শনিবার বিকেল ৩টায় দেবহাটার সখিপুরে বিশাল নির্বাচনী জনসভায় ভোটারদের সঙ্গে সরাসরি সংযোগ স্থাপন করেছেন।
সখিপুর ইউনিয়ন বিএনপির আয়োজনে ইউনিয়ন বিএনপির সভাপতি এবাদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এই জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন আব্দুর রউফ। তিনি সভায় উপস্থিত মানুষকে জানান, সাতক্ষীরা-২ আসনে ধানের শীষ জয়লাভ করলে ইনশাআল্লাহ একটি বিশ্ববিদ্যালয় স্থাপন করা হবে। এছাড়া নারী ও যুবকদের ভবিষ্যৎ নিরাপদ করতে বিএনপির ধানের শীষের বিকল্প নেই।
আব্দুর রউফ বলেন, “দেশকে একটি দলের ধর্মের নামে বিভ্রান্তি ও অপপ্রচারের রাজনীতি থেকে রক্ষা করতে হলে জনগণকে সচেতন হতে হবে। ভোটের মাধ্যমে সঠিক সিদ্ধান্ত নেওয়া জরুরি। কিছু পক্ষ এই বিভ্রান্তির সুযোগ নিয়ে অপপ্রচার ও অর্থের মাধ্যমে ভোট প্রভাবিত করার চেষ্টা করছে। সাধারণ মানুষ যাতে ক্ষতিগ্রস্ত না হয়, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।”
তিনি আরও জানান, নির্বাচিত হলে এলাকার দীর্ঘদিনের সমস্যা সমাধানে সকলকে সঙ্গে নিয়ে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করা হবে এবং সাতক্ষীরা-২ আসনকে একটি বাসযোগ্য, পরিকল্পিত ও উন্নত মডেল জেলা হিসেবে গড়ে তোলা হবে।
জনসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা যুবদলের সাবেক সমন্বয়ক আইনুল ইসলাম নান্টা, উপজেলা বিএনপির সাবেক আহবায়ক ও বর্তমান জেলা বিএনপির সদস্য শেখ সিরাজুল ইসলাম, সাবেক সদস্য সচিব মহিউদ্দিন সিদ্দিকী, থানা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোখলেছুর রহমান মুকুল, এবং অন্যান্য অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এছাড়া বিপুল সংখ্যক স্থানীয় নেতাকর্মী, যুবক, মহিলা ও সাধারণ ভোটারও উপস্থিত ছিলেন।
আব্দুর রউফের জনসভায় উপস্থিত জনতা তার পরিকল্পিত উন্নয়নমূলক অঙ্গীকারে উৎসাহিত হয়ে ভোটারদের মধ্যে দৃঢ় সমর্থন প্রকাশ করেছেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.