রাসেল আহমেদ, খুলনা
খুলনা-৪ আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী ও বিএনপির কেন্দ্রীয় সংসদের তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল শনিবার তেরখাদায় চ্যানেল আই আয়োজিত ‘জনতার মুখোমুখি’ অনুষ্ঠানে অংশ নিয়ে ভোটারদের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন। তিনি অনুষ্ঠানে নির্বাচনী অঙ্গীকার তুলে ধরে বলেন, “ধর্ম নয়—মানুষই সবচেয়ে বড় পরিচয়। খুলনা-৪ আসনে সকল ধর্মের মানুষ সমান অধিকার ভোগ করবে এবং ধর্মের নামে কোনো বৈষম্য বা বিভাজনের রাজনীতি চলতে দেওয়া হবে না।”
বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ইখড়ি কাটেঙ্গা ফজলুল হক মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত প্রশ্ন-উত্তর কেন্দ্রিক অনুষ্ঠানে মুক্তিযোদ্ধা, শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ সরাসরি প্রার্থীর কাছে প্রশ্ন করতে সক্ষম হন। অনুষ্ঠানের সঞ্চালনা করেন চ্যানেল আইয়ের জনপ্রিয় উপস্থাপিকা দীপ্তি চৌধুরী।
আজিজুল বারী হেলাল বলেন, নারীর নিরাপত্তা ও অধিকার নিশ্চিত করা হবে। ইভটিজিং ও বাল্যবিবাহ প্রতিরোধে জনসচেতনতা গড়ে তোলা হবে। মেয়েদের শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থানে বিশেষ গুরুত্ব দেওয়া হবে। তিনি আরও জানান, মাদক ও সন্ত্রাস প্রতিরোধে শুধু আইন প্রয়োগ যথেষ্ট নয়; সামাজিক ও নৈতিক মূল্যবোধের চর্চা, খেলাধুলা ও সংস্কৃতিচর্চার মাধ্যমে তরুণ সমাজকে সুস্থ ও কার্যকর পথে ফিরিয়ে আনা হবে।
অনুষ্ঠানে বয়াতি শিল্পী রাজু দাশ সংগীত পরিবেশন করেন। জেলা, উপজেলা ও ইউনিয়ন বিএনপিসহ সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরাও উপস্থিত ছিলেন। এর আগে সকাল বেলা তেরখাদা উপজেলার সাহাপাড়া মন্দির থেকে মতুয়া সম্প্রদায়ের র্যালিতে অংশগ্রহণ করেন প্রার্থী।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.