কচুয়া(বাগেরহাট)প্রতিনিধিঃ
কচুয়া উপজেলার চরটেংরাখালী গ্রামের একটি কলাবাগানের ডোবা থেকে মেহেদী হাসান (২৫) নামের একজন মাদ্রসার বিএ শ্রেনীর ছাত্রের মরদেহ উদ্ধার করেছে কচুয়া থানা পুলিশ। এলাকাবাসীর খবরের ভিত্তিতে কচুয়া থানা পুলিশ রবিবার(৭নভেম্বর) সকালে স্থানীয় জনৈক কাউসার সেখের কলাবাগানের মধ্যে ডোবা থেকে মেহেদী হাসানের মরদেহ উদ্দার করে। মেহেদী হাসান কচুয়া উপজেলার চরটেংরাখলী গ্রামের মো: মনির সেখের ছেলে ও ধোপাখালী ইউনিয়নের মাধপকাঠী আহম্মাদিয়া ফাজিল মাদ্রাসার বিএ শ্রেনীর তৃতীয় বর্ষের ছাত্র। পড়াশুনার পাশাপাশি সে স্থানীয় নতুনহাট বাজারে মোবাইল সার্ভিসিং এর কাজ করতো। মেহেদী হাসানের নতুন হাট বাজারে মোবাইল সার্ভিসিং এর ১টি দোকান ও আছে।
মেহেদীর পিতা মো: মনির সেখ নবধারা কে জানান,শুক্রবার রাতে এশার নামাজ শেষে রাত ৮টার দিকে মেহেদী তার মোবাইল ফোনে ফোন পেয়ে সে দোকান থেকে বের হয়ে নিখোঁজ হয়।২দিন ধরে অনেক খোঁজাখুঁজির পর রবিবার (৭ নভেম্বর) ভোরে কাওসার মাস্টারের বাড়ির পশ্চিম পার্শে তার কলা বাগানের ডোবা থেকে মেহেদীর মরদেহ উদ্ধার করে।
কচুয়া থানান অফিসার্স ইন চার্জ মো: মনিরূল ইসলাম রবিবার জানান যে, এলাকাবাসীর খবরের ভিত্তিতে কাওসার মাস্টারের কলাবাগানের একটি ডোবা থেকে মেহেদীর মরদেহ উদ্ধার করে সুরাতহাল করে ময়না তদন্তের জন্য বাগেরহাট মর্গে প্রেরন করেছি।
সুরাতহালের প্রাথমিক রির্পোট অনুযায়ী প্রাথমিক ভাবে নিশ্চিত যে, মেহেদীকে হত্যা করা হয়েছে।তার শরীরে ধারালো অ¯্ররে আঘাতের চিহ্ন রয়েছে। আমাদের আইনগত ব্যবস্থা চলমান। অভিযোগ পাওয়ার পর আরো কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
অতিরিক্ত পুলিশ সুপার মো: মাহমুদ হাসান , কচুয়া থানা অফিসার্স ইন চার্জ মো: মনিরুল ইসলাম ও কচুয়া উপজেলা চেয়ারম্যান নাজমা সরোয়ার ও উপজেলা ভাইস চেয়ারম্যান মো: ফিরোজ আহম্মেদ ঘটনা স্থান পরিদর্শন করেন।এ রিপোর্ট লেখা পর্যন্ত মামলান প্রস্তুতি চলছে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.