প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ৭, ২০২৫, ৩:৪৮ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ২২, ২০২১, ৭:৩০ অপরাহ্ণ
ফকিরহাটে আরিফা হত্যা মামলার জট খুলতে শুরু করেছে

নিজস্ব সংবাদদাতা, কাটাখালি বাগেরহাটঃ
বাগেরহাটের ফকিরহাট শ্যামবাগাত গ্রামের সম্প্রতি ঘটে যাওয়া বসত ঘরে ঢুকে কুপিয়ে আরিফাকে হত্যা মামলার জট খুলতে শুরু হয়েছে। এ মামলার আসামি ছাড়াও অনেকেই গা ঢাকা দিয়েছে। আবার কেউ জেলে থেকেও পার পাওয়ার চেষ্টা চালাচ্ছে,বলে জানা গেছে।
ফকিরহাট মডেল থানা আরিফা হত্যা মামলার নং ৭। এ মামলায় ১ নং আসামী তার স্বামী হেলাল উদ্দিনকে থানা পুলিশ গ্রেফতার করতে না পারলেও হেলালের মাতা ও তার সৎ শাশুড়ি এখন জেলহাজতে।
জানা গেছে নিহত আরিফার মাতা বা এ মামলার বাদী আমেনা বেগম এর স্বামী একই উপজেলার ধনপোতা গ্রামের আইয়ুব আলী।তার স্বামীর নাম ঠিকানা মামলায় উজ্জ রেখেছে। তারা স্বামী-স্ত্রী পরিচয় দিয়ে শ্যামবাগাত গ্রামে আব্দুল মান্নান এর বাড়ি ভাড়া থাকেন বলে জানা গেছে। আলফাজের পূর্বের স্ত্রীর দায়েরকৃত মামলায় তিনি এখন জেলহাজতে রয়েছেন। উক্ত আলফাজের পূর্বে বহুবিবাহ রয়েছে বলে এলাকাবাসী জানান। হত্যার কারণ হিসেবে এলাকায় নানান গুঞ্জন রটেছে।
ফকিরহাট মডেল থানার ওসি খায়রুল আনাম ও তদন্তকারী কর্মকর্তা এস আই অহিদ নবধারা কে জানান মামলার প্রধান আসামি কে ধরার জোর প্রচেষ্টা চলছে আমরা এজাহারে উল্লেখিত প্রধান আসামির মা লিপি রানী ও সৎ মা নুরজাহানকে আটক করে কারাগারে প্রেরণ করেছি।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.