Nabadhara
ঢাকাসোমবার , ৩ জানুয়ারি ২০২২
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

কোটালীপাড়ায় চন্দ্রিকা জ্ঞান পাঠাগারের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

Bayzid Saad
জানুয়ারি ৩, ২০২২ ৯:৫৫ অপরাহ্ণ
Link Copied!

কোটালীপাড়া প্রতিনিধি:
 গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় চন্দ্রিকা জ্ঞান পাঠাগারের ৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।এ উপলক্ষে আজ(৩ জানুয়ারি) সোমবার উপজেলার কলাবাড়ী ইউনিয়নের কুমরিয়া গ্রামে অবস্থিত পাঠাগার চত্ত্বরে সকাল ১০টায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।পাঠাগারটির প্রতিষ্ঠাতা সভাপতি সুনীল কুমার গাঙ্গুলীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত চেয়ারম্যান অ্যাডভোকেট বিজন বিশ্বাস ,শচীন বিশ্বাস,লক্ষীকান্ত রায়, সুশীল বাগচী, অভিজিৎ গাঙ্গুলী, শংকর বাড়ৈ, মহিলা মেম্বার প্রার্থী বিউটি হালদার, শিক্ষিকা গৌরী রণী বাড়ৈ,আশীষ বক্তব্য রাখেন ।
এডভোকেট বিজন বিশ্বাস নবধারা কে বলেন, চন্দ্রিকা জ্ঞান পাঠাগারের প্রতিষ্ঠাতা সুনীল গাঙ্গুলী একজন জ্ঞানের ফেরিওয়ালা। তিনি ২০১৪ সালে  নীজ উদ্যোগে কলাবাড়ী ইউনিয়নের কুমুরিয়া গ্রামে একটি পাঠাগার প্রতিষ্ঠা করেন। পাঠাগারটি একটি ব্যতিক্রমধর্মী পাঠাগার। এই পাঠাগারে পাঠকদের এসে বই পড়তে হয় না। সুনীল কুমার গাঙ্গুলী বই নিয়ে পাঠকদের বাড়ি বাড়ি যান। বই পড়া শেষ হলে তিনি আবার নতুন বই দিয়ে পুরান বই নিয়ে আসে। আমি এই পাঠাগারটির উন্নয়নে সমাজের বিত্তবানদের এ গিয়ে আসার অনুরোধ করছি।
পাঠাগারের সভাপতি সুনীল কুমার গাঙ্গুলী বলেন, আমি এই পাঠাগারটি প্রতিষ্ঠিা করার একটাই লক্ষ্য, জ্ঞানপিপাসু মানুষদের যেন আত্মার ক্ষুধা মেটাতে পারি। সকলের সহযোগিতার কামনা করছি, যেন পাঠাগারটি পাঠকদের মাঝ থেকে হারিয়ে না যায়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।