1. nabadhara@gmail.com : Nabadhara : Nabadhara ADMIN
  2. bayzidnews@gmail.com : Bayzid Saad : Bayzid Saad
  3. bayzid.bd255@gmail.com : Bayzid Saad : Bayzid Saad
  4. mehadi.news@gmail.com : MEHADI HASAN : MEHADI HASAN
  5. jmitsolution24@gmail.com : support :
  6. mejbasupto@gmail.com : Mejba Rahman : Mejba Rahman
বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ০৭:৩৬ পূর্বাহ্ন

চলে গেলেন কবি কাওসার আহমেদ চৌধুরী

Reporter Name
  • প্রকাশিতঃ বুধবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২২
  • ৫৯৩ জন নিউজটি পড়েছেন।

 সবিতা রায়, বিশেষ প্রতিনিধিঃ

কবি,গীতিকার, মুক্তিযোদ্ধা কাওসার আহমেদ চৌধুরী অনেকদিন ধরেই ধানমন্ডির একটি ক্লিনিকে চিকিৎসাধীন ছিলেন তিনি। ২২,০২,২২ রাত পৌনে ১০টায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যুর বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন তার পারিবারিক ঘনিষ্ঠজন এরশাদুল হক টিংকু।

শারীরিক নানা জটিলতা নিয়ে হাসপাতালে ভর্তি ছিলেন কাওসার আহমেদ চৌধুরী। তিনি করোনাতেও আক্রান্ত ছিলেন। কাওসার আহমেদ চৌধুরী ছিলেন একজন বাংলাদেশি জ্যোতিষী ও গীতিকার। তিনি দৈনিক প্রথম আলো পত্রিকায় আপনার রাশি নামে রাশিফল গণনার মাধ্যমে জনপ্রিয়তা অর্জন করেন। তিনি বাংলাদেশের কয়েকটি ব্যান্ড ও সঙ্গীতশিল্পীর জন্য বাংলা আধুনিক গান রচনা করেছেন, তাদের মধ্যে লাভ রান্‌স ব্লাইন্ড, সামিনা চৌধুরী, লাকী আখান্দ এবং নিয়াজ মোহাম্মদ চৌধুরী অন্যতম।

১৯৭১ সালে মুজিবনগর সরকারের অধীনে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় তিনি গোয়েন্দা হিসেবে তথ্য সংগ্রহের কাজ করেছেন। তার লেখা জনপ্রিয় গানসমূহের মধ্যে রয়েছে, *এই রুপালি গিটার ফেলে, * আমায় ডেকো না ফেরানো যাবে না, * যেখানেই সীমান্ত তোমার সেখানেই বসন্ত আমার, * কবিতা পড়ার প্রহর এসেছে রাতের নির্জনে, * আজ এই বৃষ্টির কান্না দেখে মনে পড়ল, * মৌসুমি কারে ভালোবাসো তুমি প্রভৃতি। কাওসার ১৯৪৪ সালের ১৬ ডিসেম্বর সিলেট জেলায় জন্মগ্রহণ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ থেকে স্নাতক সম্পন্ন করেন। কাওসার ১১ বছর বয়সে জ্যোতিষশাস্ত্র চর্চা শুরু করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত অবস্থায় তিনি গান লেখা শুরু করেন। কর্মজীবনের প্রথমে তিনি সরকারি চাকুরীতে যোগদান করেন। পরবর্তীতে গান লেখা ও জ্যোতিষশাস্ত্রকে পেশা হিসেবে গ্রহণ করেন। এর পাশাপাশি তিনি বেশ কিছু টিভি নাটক রচনা এবং পরিচালনা করেছেন।

কবি কাওসার আহমেদ চৌধুরীর মৃত্যুতে নবধারা পরিবারের পক্ষ থেকে গভীর শোক ও বিনম্র শ্রদ্ধা ।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved সর্বস্বত্বঃ দেশ হাসান
Design & Developed By : JM IT SOLUTION