Nabadhara
ঢাকাশুক্রবার , ৫ মার্চ ২০২১
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

নড়াইলের কালিয়ায় ১৫লিটার দেশী মদ ও ১০ পিছ ইয়াবা সহ আটক ৩

MEHADI HASAN
মার্চ ৫, ২০২১ ৫:৩৮ অপরাহ্ণ
Link Copied!

মোঃ জিহাদুল ইসলাম, (নড়াইল) কালিয়াঃ

নড়াইলের কালিয়া পুলিশের পৃথক অভিযানে ১৫লিটার দেশী মদ ও ১০ পিছ ইয়াবাসহ ৩ জনকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (৪ মার্চ ) রাত ১০টার দিকে প্রথম দফায় কালিয়া পৌরসভার রামনগর থেকে ১০ পিছ ইয়াবাসহ আটক করা হয় মৃত হরেন পাত্রের ছেলে প্রদীপ কুমার পাত্রকে(৩৩)।

এছাড়া অন্য অভিযানে রাত সাড়ে ১০ টায় ১৫ লিটার দেশী মদসহ একই পৌরসভার ছোটকালিয়া গ্রামের রবিদাস(৩৫) ও রাণী দাসকে(২৮) আটক করা হয়।

পৃথক এ দুটি অভিযান পরিচালনা করেন কালিয়া থানার ওসি (অপারেশন) আমানুল্লাহ বারী। তিনি নবধারা কে জানান, গোপন সংবাদের ভিত্তিতে আমাদের এই অভিযান পরিচালিত হয়। পৃথক অভিযানে মোট ৩ জনকে আটক করা হয়েছে। এরা দীর্ঘ দিন যাবত মাদকের সাথে জড়িত ছিল বলে আমরা জানতে পেরেছি। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কালিয়া থানায় আলাদাভাবে দুইটি মামলা করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।