Nabadhara
ঢাকাশনিবার , ৬ মার্চ ২০২১
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

কালিয়ায় নতুন উপজেলার দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

MEHADI HASAN
মার্চ ৬, ২০২১ ৯:০২ অপরাহ্ণ
Link Copied!

 মোঃ জিহাদুল ইসলাম, কালিয়া (নড়াইল) প্রতিনিধিঃ

চাচুড়ী পুরুলিয়া উপজেলা বাস্তবায়নের দাবীতে নড়াইলের কালিয়ার চাচুড়ী বাজারে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। উপজেলা বাস্তবায়ন কমিটির আয়োজনে শনিবার ০৬ মার্চ সকালে এ কর্মসূচি পালিত হয়। আটটি ইউনিয়ন নিয়ে এ উপজেলা পরিষদ গঠনের দাবী জানিয়েছেন এলাকাবাসী।

০২নং পুরুলিয়া ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি মোঃ ইদ্রিস মোল্যার সভাপতিত্বে মানববন্ধন শেষে বক্তব্য রাখেন চাচুড়ী ইউনিয়নের চেয়ারম্যান মোঃ সিরাজুল ইসলাম হিরোক, উপজেলা আওয়ামী লীগ নেতা মোঃ জাকাতুর রহমান, চাচুড়ী বাজারের ব্যবসায়ী আবুল কালাম আজাদ, জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য আলমগীর হোসেন, আওয়ামী লীগ নেতা মুন্সি লুৎফার রহমান, ডালিয়া পারভীন সাথী প্রমুখ। বক্তারা বলেন, নবগঙ্গা নদীর পশ্চিমতীর দীর্ঘ দিন ধরে অবহেলিত আছে। ভৌগলিক কারণে কালিয়া ও নড়াইল সদর উপজেলার দুরত্ব বেশি থাকায় এ এলাকার মানুষ সরকারি মৌলিক সেবা পেতে প্রতিনিয়ত বিড়ম্বনার স্বীকার হচ্ছে। অবকাঠামোগত কোন উন্নয়ন নেই।

সে কারনে নড়াইল সদরের শিংগাশোলপুর ও বিছালি ইউনিয়ন এবং কালিয়া উপজেলার মাউলী, বাবরা-হাচলা, চাচুড়ী, পুরুলিয়া, পাচগ্রাম, ও পীরলি সহ মোট আটটি ইউনিয়ন নিয়ে এ উপজেলা পরিষদ গঠনের দাবী করেন তারা।

উল্লেখ্য, ২০১০ সাল থেকে এ উপজেলা পরিষদ গঠনের দাবী করে আসছে এলাকাবাসী।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।