নবধারা প্রতিনিধিঃ
গোপালগঞ্জের কাশিয়ানীতে মধুমতি বাওড়ে গোসল করতে নেমে চতুর্থ শ্রেণীর এক ছাত্র নিখোঁজ হয়েছে।আজ শুক্রবার দুপুরে গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার মধুমতি বাওড়ের ঘোনাপাড়া ফকিরবাড়ি এলাকায় এই ঘটনা ঘটে।তাকে উদ্ধারের খুলনার একটি ডুবুরি দল চেষ্টা চালিয়ে যাচ্ছে। কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আজিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
জানাগেছে, মধুমতি বাওড়ে জেগে ওঠা চরে গোসল করতে নামে একই এলাকার তিন শিশু।এর মধ্যে চরচাপতা গ্রামের রব মোল্ল্যার ছেলে মোস্তাকিম মোল্যা(৯) নিখোঁজ হয়।তাকে স্থানীয়রা অনেক খোঁজা-খুজি করে না পেয়ে গোপালগঞ্জ ফায়ার সাভিস ও খুলনার ডুবুরি দলকে খবর দেয়। এ রিপোর্ট লেখা পর্যন্ত উদ্ধার কাজ চলছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।