1. nabadhara@gmail.com : Nabadhara : Nabadhara ADMIN
  2. bayzidnews@gmail.com : Bayzid Saad : Bayzid Saad
  3. bayzid.bd255@gmail.com : Bayzid Saad : Bayzid Saad
  4. mehadi.news@gmail.com : MEHADI HASAN : MEHADI HASAN
  5. jmitsolution24@gmail.com : support :
  6. mejbasupto@gmail.com : Mejba Rahman : Mejba Rahman
শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ০৩:৩২ পূর্বাহ্ন

সা‌ড়ে তিন বছ‌রেও হয়‌নি স্বরুপকা‌ঠি উপ‌জেলা প্রাথ‌মিক শিক্ষা ক‌মি‌টি

 মোঃ আসাদুজ্জামান আসাদ ,স্বরূপকা‌ঠি প্রতিনিধি
  • প্রকাশিতঃ শুক্রবার, ২৯ জুলাই, ২০২২
  • ৪৫১ জন নিউজটি পড়েছেন।

স্বরুপকা‌ঠি উপ‌জেলার সরকা‌রি প্রাথ‌মিক বিদ্যাল‌য়ের উপ‌জেলা শিক্ষা ক‌মি‌টি সা‌রে তিন বছ‌রেও হয়‌নি। শিক্ষা মন্ত্রনাল‌য়ের ২০০৯ স‌নের ১/৯৮/৫৯৭ নং প্রজ্ঞাপন অনুসা‌রে ১৮ সদস্য নি‌য়ে এ ক‌মি‌টি গঠন করার কথা থাক‌লেও অজ্ঞাত কার‌নে তা আর হয়‌নি স্বরূপকা‌ঠি উপ‌জেলায়।স্থানীয় সংসদ সদস্যকে উপ‌দেষ্টা রে‌খে উপ‌জেলা চেয়ারম্যান‌কে সভাপ‌তি ও দুইজন ভাইস চেয়ারম্যান‌কে বয়‌সের ক্রম অনুসা‌রে সহসভাপ‌তি রাখার বিধান রাখা হ‌য়ে‌ছে এ প্রজ্ঞাপ‌নে।

এছাড়া উপ‌জেলা নির্বাহী অ‌ফিসার নির্বাহী ভাইস চেয়ারম্যান এবং সদস্য হি‌সে‌বে উপ‌জেলা স্বাস্থ্য ও প‌রিবার প‌রিকল্পনা অ‌ফিসার,উপ‌জেলা প্র‌কৌশলী, পৌরসভা মেয়র,একজন ইউ‌নিয়ন প‌রিষদ চেয়ারম্যান,মাধ্য‌মিক বিদ্যাল‌য়ের একজন প্রধান শিক্ষক,উপ‌জেলার একজন ম‌হিলা ও পুরুষ শিক্ষানুরাগী,সরকা‌রি প্রাথ‌মিক বিদ্যাল‌য়ের একজন প্রধান শিক্ষক ও প‌রিচালনা ক‌মি‌টির একজন সভাপ‌তি,বেসরকা‌রি রে‌জিস্টার্ড প্রাথ‌মিক বিদ্যাল‌য়েরএকজন প্রধান শিক্ষক ও প‌রিচালনা ক‌মি‌টির একজন সভাপ‌তি,উপ‌জে‌লা রি‌সোর্স সেন্টা‌রের ইন্সট্রাক্টর এবং উপ‌জেলা প্রাথ‌মিক শিক্ষা অ‌ফিসার (টিও) ক‌মি‌টি‌তে থাকার কথা প্রজ্ঞাপ‌নে র‌য়ে‌ছে।

এ ব্যাপা‌রে উপ‌জেলা ভাইস চেয়ারম্যান রনী দত্য জয় ব‌লেন আমার সা‌ড়ে তিন বছ‌রে এ ক‌মি‌টির কো‌নো অ‌স্তিত্ব পাই‌নি।ভি‌বিন্ন অ‌নৈ‌তিক কাজ করার জন্য হয়ত শিক্ষা অ‌ফিস এ ক‌মি‌টি কর‌ছেনা।

আ‌রেক ভাইস চেয়ারম্যান ম‌হিলা, নার‌গিস জাহান ব‌লেন সরকা‌রি বরাদ্ধ থে‌কে স্কুলগু‌লো‌র প্রধান শিক্ষক‌দের কাছ থে‌কে  উৎ‌কোচ নেন টিও এবং এ‌টিওরা।দু একজন এ‌টিও বাদ থাক‌লেও বে‌শির ভাগই উৎ‌কো‌চ দি‌তে বাধ্য ক‌রেন ব‌লে একা‌ধিক সু‌ত্রে আমা‌কে জা‌নি‌য়ে‌ছে।এসব অনৈ‌তিক কাজ কর‌তে যা‌তে কেহ বাধা দি‌তে না পা‌রে এ জন্যই উপ‌জেলা প্রাথ‌মিক শিক্ষা ক‌মি‌টি কর‌ছেন না এ উপ‌জেলার টিও। উপ‌জেলার দুই ভাইস চেয়ারম্যা‌নের সা‌থে সুর মেলান উপ‌জেলা চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল হক।

এসব ব্যাপা‌রে ব্যবস্থা না নি‌তে পে‌রে তি‌নি ব‌লেন, সরকার আমা‌দের হাত পা বে‌ধে রে‌খে‌ছে।ই‌চ্ছে থাক‌লেও আ‌মি অ‌নেক কিছু কর‌তে পা‌রি‌না। এ‌দি‌কে একা‌ধিক প্রাথ‌মিক বিদ্যাল‌য়ের প্রধান শিক্ষকরা ম‌নে কর‌ছেন যে এই প্রজ্ঞাপ‌নের ৬ নং ক্র‌মি‌কের গ উপক্র‌মি‌কে উ‌ল্লে‌খিত দা‌য়িত্ব উপ‌জেলা শিক্ষা ক‌মি‌টি পালন কর‌লে, তা‌তে টিও এবং এ‌টিও‌দের অ‌নৈ‌তিক অর্থ আয় বন্ধ হ‌য়ে যায়।আর এ কার‌নেই উপ‌জেলা প্রাথ‌মিক শিক্ষা ক‌মি‌টি করা হ‌চ্ছেনা। এ ব্যাপা‌রে প্রাথ‌মিক শিক্ষা অ‌ফিসার ইউসুফ আলী ব‌লেন ক‌মি‌টি করা হয়‌নি এটা ঠিক, ত‌বে সব‌কিছুই তারা অবগত আ‌ছেন।

চলবে …………….

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved সর্বস্বত্বঃ দেশ হাসান
Design & Developed By : JM IT SOLUTION