1. nabadhara@gmail.com : Nabadhara : Nabadhara ADMIN
  2. bayzidnews@gmail.com : Bayzid Saad : Bayzid Saad
  3. bayzid.bd255@gmail.com : Bayzid Saad : Bayzid Saad
  4. mehadi.news@gmail.com : MEHADI HASAN : MEHADI HASAN
  5. jmitsolution24@gmail.com : support :
  6. mejbasupto@gmail.com : Mejba Rahman : Mejba Rahman
শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ১১:৫৫ পূর্বাহ্ন

দুমকির দু‘ইউপিতে ৮ চেয়ারম্যানসহ ৮৪ প্রার্থীর মনোনয়ন দাখিল

দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি
  • প্রকাশিতঃ রবিবার, ১৮ জুন, ২০২৩
  • ৪৭৭ জন নিউজটি পড়েছেন।
 পটুয়াখালীর দুমকি উপজেলায় দু‘টি ইউনিয়নে আগামী ১৭জুলাই অনুষ্ঠিতব্য শেষ ধাপের ইউপি নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত ২ চেয়ারম্যান প্রার্থীসহ পদে মোট ৮জন মনোনয়নপত্র দাখিল করেছেন। একই সময় ইউনিয়ন দু‘টিতে ১৮ নারীসহ ৫৮জন সদস্য (মেম্বার) প্রার্থী মনোনয়ন দাখিল করেছেন। রবিবার (১৮ জুন) মনোনয়ন জমাদানের শেষ দিনে বিকেল ৫টা পর্যন্ত উপজেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার মো: সুমন মিয়ার কাছে প্রার্থীরা তাদের মনোনয়নপত্র দাখিল করেন।
২নং লেবুখালী ইউনিয়নে চেয়ারম্যান পদে মনোনয়ন দাখিল করেছেন ৫জন। এরমধ্যে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো: সিরাজুল ইসলাম তুহিন, স্বতন্ত্র প্রার্থী হিসেবে মোঃ দেলোয়ার হোসেন মোল্লা, জহিরুল ইসলাম, মো: জলিলুর রহমান তালুকদার ও সাবেক ইউপি চেয়ারম্যান হাসান মাহমুদ দুলাল মনোনয়নপত্র দাখিল করেছেন। এসময় একই ইউনিয়নে সাধারণ সদস্য পদে ৩১(মেম্বার) প্রার্থী এবং সংরক্ষিত মহিলা সদস্য পদে ১০ প্রার্থী তাদের মনোনয়নপত্র দাখিল করেন।
৫নং শ্রীরামপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে মনোনয়ন জমা দিয়েছেন ৩প্রার্থী। এরমধ্যে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বর্তমান চেয়ারম্যান মো: আমিনুল ইসলাম ছালাম, বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী উপজেলা কৃষকলীগের আহবায়ক মো: আজাহার আলী মৃধা ও তার ছেলে মো: মাহমুদুল হাসান মনোনয়নপত্র দাখিল করেছেন। এ ইউনিয়নে মেম্বার পদে ২৭জন এবং সংরক্ষিত ৮মহিলা সদস্য (মেম্বার) প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন।
রবিবার আওয়ামী লীগ মনোনীত ২প্রার্থীর মনোনয়নপত্র রিটার্নিং অফিসারের কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে দাখিল করেন উপজেলা আওয়ামী লীগ সভাপতি মো: আবুল কালাম আজাদ, সহসভাপতি মিজানুর রহমান সিকদার, মজিবুর রহমান মাষ্টার, সাধারণ সম্পাদক শাহজাহান আকন সেলিম। এসময় উপজেলা আওয়ামী লীগের সিনিয়র নেতৃবৃন্দ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী-সমর্থকরা বাইরে উপস্থিত ছিলেন। এর আগে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীরা দলীয় কার্যালয় থেকে কর্মী সমর্থকদের নিয়ে মনোনয়নপত্র জমা দিতে আসেন।
দাখিলকৃত ৮চেয়ারম্যান প্রার্থী ও ৭৬মেম্বার প্রার্থীদের যাচাই-বাছাই শেষে ১৯ জুন বৈধপ্রার্থী তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন। উপজেলা নির্বাচন অফিসার মো: সুমন মিয়া আসন্ন দু‘টি ইউপি নির্বাচনে অংশগ্রহণকারী সকল প্রার্থী ও তাদের কর্মী-সমর্থকদের নির্বাচনী আচরণ বিধি মেনে চলার আহবান জানান। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠান সফল করতে এসময় সংশ্লিষ্ট সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন তিনি।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved সর্বস্বত্বঃ দেশ হাসান
Design & Developed By : JM IT SOLUTION