1. nabadhara@gmail.com : Nabadhara : Nabadhara ADMIN
  2. bayzidnews@gmail.com : Bayzid Saad : Bayzid Saad
  3. bayzid.bd255@gmail.com : Bayzid Saad : Bayzid Saad
  4. mehadi.news@gmail.com : MEHADI HASAN : MEHADI HASAN
  5. jmitsolution24@gmail.com : support :
  6. mejbasupto@gmail.com : Mejba Rahman : Mejba Rahman
শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ০৪:১৭ পূর্বাহ্ন

কালীগঞ্জে বিশ্ব জনসংখ্যা দিবসের র‌্যালী ওআলোচনা সভা ৩৭ লাখ টাকাসহ বান্ডেল টিন বিতরণ

সামসুল হক জুয়েল, গাজীপুর প্রতিনিধি
  • প্রকাশিতঃ মঙ্গলবার, ১১ জুলাই, ২০২৩
  • ৪১৭ জন নিউজটি পড়েছেন।

‘‘জেন্ডার সমতাই শক্তি: নারীও কণ্যা শিশুর মুক্ত উচ্চারণ হোক পৃথিবীর অবারিত সম্ভাবনারদ্বার উন্মোচন’’ প্রতিপাদ্যে গাজীপুরের কালীগঞ্জে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উদ্যোগে ও উপজেলা প্রশাসনের সহযোগীতায় একটি র‌্যালী বের হয়ে কালীগঞ্জের প্রধান প্রধানসড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্ত্বরে আলোচনা সভায় মিলিত হয়। অনূষ্টানে ১৬৫ জন ও ২৭ প্রতিষ্ঠানকে ৩৭ লাখ ৩৯হাজার ৬ শত টাকার চেক ও ১৮০ বান্ডেল টিন বিতরণ করা হয়।

মঙ্গলবার সকালে উপজেলা সমবায় ও যুব উন্নয়ন কর্মকর্তার যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিতছিলেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মেহের আফরোজ চুমকি, এম. পি।সভায় স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা সানজিদা আহমেদ। কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আজিজুর রহমান এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোয়াজ্জেম হোসেন পলাশ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এইচ এম আবু বকর চৌধুরী, গাজীপুর জেলা পরিষদের সদস্য মো. দেলোয়ার হোসেন, কালীগঞ্জ পৌরসভার মেয়র এস এম রবিন হোসেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এডভোকেট মাকসুদ উল আলম খান ও মহিলা ভাইস চেয়ারম্যান শর্মিলা রোজারিও।

এ সময় মোক্তারপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম আলমগীর হোসেন, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি জুয়েনা আহমেদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো.মনিরুল ইসলাম, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মো.শাহাদাত হোসেন, উপজেলা নির্বাচন কর্মকর্তা ফারিজানুর, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শাহানাজ আক্তার, পরিবার পরিকল্পনা কার্যালয়ের সহকারী মো. সেলিম মিয়াসহ বিভিন্ন হাসপাতালের উপ-সহকারী কমিউনিটি স্বাস্থ্য কর্মকর্তা, পরিবার কল্যাণ পরিদর্শিকা, পরিবার কল্যাণ সহকারী, ফার্মাসিস্ট ও এফ পি আই গণ উপস্থিত ছিলেন। পরে উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের অধীনে আইজিএ প্রশিক্ষণার্ধীদের মাঝে ১৮তম ব্যাচের ফ্যাশন ডিজাইন বিষয়ে ২৫ জনকে ১২ হাজার টাকা করে ২ লাখ ৯৯ হাজার ৬ শত টাকা ও ক্রিষ্টাল শো পিস ও ডেকোরেটেড কেন্ডেল মেকিং বিষয়ে ২৫ জনকে ১২ হাজার টাকা করে ৩ লাখ টাকা সর্ব মোট ৫০ জনকে ৫ লাখ ৯৯ হাজার ৬ শত টাকা প্রশিক্ষণ ভাতা বিতরণ করা হয়। কালীগঞ্জ উপজেলায় প্রথম থেকে ১৮তম ব্যাচে ৮৪৬ জনকে বিভিন্ন বিষয়েপ্রশিক্ষণ দেওয়া হয়েছে।

এ পর্যন্ত বিতরণকৃত টাকার পরিমাণ ৮২ লাখ ১৬ হাজার ৫ শত টাকা। অন্যদিকে উপজেলা প্রকল্প বাস্তবায়ণ কর্মকর্তার কার্যালয় এর মাধ্যমে দূর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের মাধ্যমে ৬৫ পরিবারকে ১৪০ বান্ডেল ও দুইটি প্রতিষ্ঠানকে ৪০ বান্ডেল টিন ও প্রতি বান্ডেল টিনের সাথে ৩ হাজার টাকা প্রদান করা হয়।

এছাড়াও জেলাপরিষদ গাজীপুর এর পক্ষ হতে উপজেলার মসজিদ, মাদ্রাসা, এতিমখানা ও মন্দিরসহ ২৫টি প্রতিষ্ঠানকে ২৬ লাখ টাকা বিতরণ করা হয়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved সর্বস্বত্বঃ দেশ হাসান
Design & Developed By : JM IT SOLUTION