Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ৯ মে ২০২৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

প্রথম ধাপে বাগেরহাটে উপজেলা নির্বাচন, নাসির,বাবু এবং মোয়াজ্জেম বিজয়ী

সোহেল রানা বাবু
মে ৯, ২০২৪ ১০:১৬ পূর্বাহ্ণ
Link Copied!

সোহেল রানা বাবু,বাগেরহাট প্রতিনিধি

 

৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের বেসরকারি ফলাফল ঘোষণা করা হয়েছে। বুধবার (৮ মে) রাতে বেসরকারিভাবে ঘোষিত ফলাফলে বাগেরহাটের কচুয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন রাঢ়ীপাড়া ইউনিয়ন যুবলীগ সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান এস এম মাহফুজুর রহমানের বড় ছেলে মেহেদী হাসান বাবু।

 

তার প্রাপ্ত ভোট ২৬ হাজার ৩ শ ৯১। ১৯ হাজার ৪শ ৬৭ ভোট পেয়ে নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন বাগেরহাট জেলা যুবলীগের সাধারণ সম্পাদক মীর জায়েসী আশরাফী জেমস। ভাইস চেয়ারম্যান (মহিলা) পদে নির্বাচিত হয়েছেন হনুফা খাতুন। তার প্রাপ্ত ২৪ হাজার ৪শ ৩৪ ভোট এবং শেখ সুমন তার প্রাপ্ত ভোট ৩৮ হাজার ৫৭।

 

রামপাল উপজেলা পরিষদ নির্বাচনে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ মোয়াজ্জেম হোসেন পুনরায় চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন। তার প্রাপ্ত ভোট ২৪ হাজার১শ ৯৬।

 

নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ নেতা এস এম জামিল হাসান জামু পেয়েছেন ২৩ হাজার ৯শ ৪৭ ভোট। ভাইস চেয়ারম্যান (মহিলা) পদে নির্বাচিত হয়েছেন উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হোসনেয়ারা (মিলি) তার প্রাপ্ত ২৫ হাজার ৪শ ১২ ভোট এবং নুরুল হক লিপন তার প্রাপ্ত ভোট ১৯ হাজার ৩শ ২৫।

 

এর আগে বাগেরহাট সদর উপজেলায় প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় ৩ প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। বিজয়ীরা হলেন, চেয়ারম্যান পদে বাগেরহাট সদর উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান ও জেলা যুবলীগের সভাপতি সরদার নাসির উদ্দিন, ভাইস চেয়ারম্যান পদে জেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক ও বর্তমান ভাইস চেয়ারম্যান খান রেজাউল ইসলাম এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে বাগেরহাট পৌর আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক ও বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান রিজিয়া পারভীন।।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।