Nabadhara
ঢাকাসোমবার , ১৩ মে ২০২৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

নড়াইলে সাবেক ইউপি চেয়ারম্যানকে হত্যা, লিপন প্রধান আসামী ৩০

Link Copied!

নড়াইল প্রতিনিধি

নড়াইলের লোহাগড়া উপজেলার মল্লিকপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শিকদার মোস্তফা কামাল (৪৮) কে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা গুলি করে হত্যা করে। হত্যা ঘটনার দুই দিন পর নিজ গ্রামের প্রতিপক্ষ আকবর হোসেন লিপন কে প্রধান আসামী করে সোমবার (১৩ মে) দুপুরে ৩০ জনের নামে নিহতের ভাই রেজাউল শিকদার বাদী হয়ে মামলা দায়ের করেন।

 

লোহাগড়া থানা মামলা নং ১৪ তাং ১৩.০৫.২৪। পুলিশ ও এজাহার সূত্রে জানা গেছে, চেয়ারম্যান মোস্তফা কামাল গত (১০ মে) রাত সাড়ে ৮টার দিকে একটি শালিসী বৈঠকে যোগদানের উদ্দেশে মোটর সাইকেল যোগে কুন্দসী গ্রামের ছমির শিকদারের বাড়ির সামনে পৌঁছালে সেখানে পূর্ব থেকে ওৎ পেতে থাকা সশস্ত্র দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে।

 

দুর্বৃত্তদের ছোড়া গুলি মোস্তফা কামালের বুক ও পিঠে বিদ্ধ হয়। এসময় স্থানীয় লোকজন গুলিবিদ্ধ মোস্তফা কামাল কে উদ্ধার করে লোহাগড়া হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে যাওয়ার পথে রাত ১১টা সময় তার মৃত্যু হয়। মোস্তফা কামাল উপজেলার মঙ্গলহাটা গ্রামের আকরাম শিকদারের ছেলে এবং স্থানীয় মল্লিকপুর ইউনিয়নের দুই মেয়াদের সাবেক চেয়ারম্যান। এদিকে মোস্তফা কামালের মৃত্যুর খবর শুনে তার পক্ষের লোকজন লিপনের বাড়িতে হামলা করে। এসময় প্রতিপক্ষের দু‘জন শটগানের গুলিতে আহত হয়েছে। আহতরা হলো মঙ্গলহাটা গ্রামের লিটন শেখের ছেলে ফয়সাল শেখ (২৫) ও পান্নু মোল্যার ছেলে পলাশ মোল্যা (৪০)।

 

আহতদের লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাঞ্চন কুমার রায় মামলার বিয়ষটি সত্যতা নিশ্চিত করেন। তিনি আরও জানান,ওই এলাকায় পুলিশের একাধিক টিম আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে নিয়োজিত রয়েছে। হত্যাকান্ডে জড়িতদের গ্রেফতারে পুলিশ তৎপর রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।