Nabadhara
ঢাকাশুক্রবার , ১৮ অক্টোবর ২০২৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

গোয়ালন্দ ১৬ দলের অংশগ্রহনে শুরু হচ্ছে জিপিএল ক্রিকেট টুর্নামেন্ট

শামীম শেখ, গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি
অক্টোবর ১৮, ২০২৪ ৭:০১ অপরাহ্ণ
Link Copied!

শামীম শেখ, গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি

রাজবাড়ীর গোয়ালন্দে ১৬ দলের অংশগ্রহনে শুরু হচ্ছে গোয়ালন্দ প্রিমিয়ার লীগ (জিপিএল) ক্রিকেট টুর্নামেন্ট সিজন-৩। বৃহস্পতিবার (১৭ অক্টোবর) দিবাগত রাত ৯ টায় গোয়ালন্দ বাজারের রোকন উদ্দিন প্লাজার তৃতীয় তলায় অবস্থিত গোয়ালন্দ কমিউনিটি সেন্টারে জাকজমকপূর্ণভাবে এ টুর্নামেন্টের ড্র অনুষ্ঠিত হয়।

টুর্নামেন্টটির আয়োজনে রয়েছে আফরা ট্রেডার্স, গোয়ালন্দ।

টুর্নামেন্টের আহবায়ক ও আফরা ট্রেডার্স এর স্বত্বাধিকারী আসাদুল আলম সুজনের সভাপতিত্বে ড্র অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গোয়ালন্দ ইয়ুথ এন্ড স্পোর্টস ডেভেলপমেন্ট সোসাইটির প্রতিষ্ঠাতা ও গোয়ালন্দ ফুটবল একাডেমীর চেয়ারম্যান, টুর্নামেন্ট পরিচালনা কমিটির সদস্য মো. সাজ্জাদ হোসেন, গোয়ালন্দ ফুটবল একাডেমীর পরিচালক ও কোচ মো. আলমগীর হোসেন, টুর্নামেন্ট পরিচালনা কমিটির সদস্য হাবিবুর রহমান হাবি, দৌলত মিয়া, সুজন হোসেন, সুলতান মাহমুদ সবুজ, মোহাম্মদ রাশেদুজ্জান রাশেদ, মোয়াজ্জেম হোসেন, মিঠুন কুমার সাহা, শফিক মন্ডলসহ টুর্নামেন্টের অংশগ্রহণকারী দলীয় অধিনায়ক ও খেলোয়াড়বৃন্দ।

টুর্নামেন্টের আহবায়ক আসাদুল আলম সুজন বলেন, খেলাধুলা পড়ালেখার একটি অংশ। খেলাধুলা করলে মন ও শরীর ভালো থাকে। গোয়ালন্দের যুব সমাজকে খেলার মাঠমুখী করতে আমি এ আয়োজন করে আসছি । টুর্নামেন্টে ৪ গ্রুপে মোট ১৬ টি দল অংশ নিচ্ছে। চলতি মাসের ২৫ তারিখ শুক্রবার বিকেল ৩ টায় গোয়ালন্দ বাজার শহীদ মহিউদ্দিন আনছার ক্লাব মাঠে টুর্নামেন্টের উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হবে। টুর্নামেন্টে ৩২ টি প্রতিষ্ঠান স্পন্সর হিসেবে রয়েছে। আমি টুর্নামেন্টের উদ্বোধনী খেলাসহ সকল খেলা উপভোগ করতে সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আমরা আগামীতেও এ আয়োজনের ধারাবাহিকতা বজায় রাখার চেষ্টা করব। ছবি সংযুক্ত শামীম শেখ গোয়ালন্দ(রা

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।