সোহেল রানা বাবু,বাগেরহাট প্রতিনিধি
দুইটি দেশীয় আগ্নেয়াস্ত্র,২টি ককটেল ও অস্ত্র তৈরীর সরঞ্জাম সহ দুই দুর্ধর্ষ সন্ত্রাসীকে আটক করেছে মোংলাস্হ কোস্ট গার্ড পশ্চিম জোন।
বুধবার ২২ জানুয়ারি দুপুরে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মোঃ সিয়াম-উল-হক এ তথ্য জানান।
গোপন সংবাদের ভিত্তিতে ২১ জানুয়ারি মঙ্গলবার রাত ১১ টার দিকে বাংলাদেশ কোস্ট গার্ড পশ্চিম জোন এর আওতাধীন বিসিজি স্টেশন কয়রা ও বাংলাদেশ পুলিশের একটি টিম সাতক্ষীরার শ্যামনগর থানাধীন গাগরামারি এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে।
এসময়ে স্হানীয় দুর্ধর্ষ দুই সন্ত্রাসী মোঃ মাসুম বিল্লাহ ও শফিউল্লাহ খাঁ কে ২ টি অবৈধ দেশীয় একনালা পাইপ গান,২ টি ককটেল,১ টি দেশীয় অস্ত্র ও অস্ত্র তৈরীর সরঞ্জাম সহ আটক করে।
আটককৃত সন্ত্রাসী সহ জব্দকৃত সকল আলামত পরবর্তীতে সাতক্ষীরার শ্যামনগর থানায় হস্তান্তর করা হয় বলেও জানান এই কর্মকর্তা।