Nabadhara
ঢাকামঙ্গলবার , ১ জুলাই ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

জুলাই-আগস্ট গণ-আন্দোলনের শহীদ ও আ’হতদের স্মরণে পিরোজপুরে দোয়া ও মোনাজাত

পিরোজপুর প্রতিনিধি
জুলাই ১, ২০২৫ ৬:৫২ অপরাহ্ণ
Link Copied!

পিরোজপুর প্রতিনিধি

২০২৪ সালের জুলাই-আগস্ট মাসে সংঘটিত গণ-আন্দোলনে নিহত, আহত ও পঙ্গুত্ব বরণকারীদের স্মরণে দোয়া ও মোনাজাতের আয়োজন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী পিরোজপুর জেলা শাখা। সোমবার (১ জুলাই) বিকেল ৫টায় জেলা শহরের জামায়াত কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

 

দোয়া অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জামায়াতের পিরোজপুর জেলা শাখার আমীর অধ্যক্ষ তোফাজ্জল হোসেন ফরিদ। উপস্থিত ছিলেন নায়েবে আমীর মাওলানা আব্দুর রব, জেলা সেক্রেটারি মোহাম্মদ জহিরুল হকসহ অন্যান্য নেতৃবৃন্দ।

 

অনুষ্ঠানে অধ্যক্ষ তোফাজ্জল হোসেন ফরিদ বলেন, “জুলাই আন্দোলন ছিল বাংলাদেশের ইতিহাসে একটি বিরল গণ-জাগরণ। এই আন্দোলনে ছাত্র, নারী, শিশু, শ্রমজীবীসহ সর্বস্তরের মানুষ রাজপথে নেমেছিল।” তিনি বর্তমান সরকারকে উদ্দেশ করে বলেন, “শহীদদের রক্তের ঋণ ভুলে গেলে চলবে না, অন্তর্বর্তীকালীন সরকারকে সকল দলের প্রতি নিরপেক্ষ থাকতে হবে।”

 

অনুষ্ঠান শেষে মোনাজাত পরিচালনা করা হয়। দেশ ও জাতির মঙ্গল কামনার পাশাপাশি জুলাই আন্দোলনের শহীদ ও আহতদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।