Nabadhara
ঢাকামঙ্গলবার , ১ জুলাই ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

জুলাই-আগস্ট অভ্যুত্থানে আহত ও শহীদদের স্মরণে দোয়া মাহফিল

হুমায়ুন কবির মিরাজ, বেনাপোল
জুলাই ১, ২০২৫ ৮:৩১ অপরাহ্ণ
Link Copied!

হুমায়ুন কবির মিরাজ, বেনাপোল

যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়া ইউনিয়নে ২০২৪ সালের জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানে আহত, পঙ্গুত্ববরণকারী ও শহীদদের স্মরণে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১ জুলাই) বিকেলে ইউনিয়নের দারুল আমান ট্রাস্ট প্রাঙ্গণে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইউনিয়ন শাখার উদ্যোগে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাগআঁচড়া ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা হাবিবুল্লাহ্ বিলালী। প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা আজীজুর রহমান বলেন,

 

“শুধু সরকার পরিবর্তন নয়, বরং যে আইন ও ব্যবস্থাপনার মাধ্যমে স্বৈরাচার জন্ম নেয়, তা পরিবর্তনের লক্ষ্যে ছাত্র-জনতা জীবন উৎসর্গ করেছিল। সেই লক্ষ্য বাস্তবায়নে দলীয় স্বার্থের ঊর্ধ্বে উঠে জাতীয় ঐক্যের মাধ্যমে স্বৈরতান্ত্রিক পথগুলো রুদ্ধ করতে হবে। তা না হলে শহীদদের আত্মত্যাগের সঙ্গে বিশ্বাসঘাতকতা হবে।”

 

 

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শার্শা উপজেলা জামায়াতের আমির অধ্যাপক মাওলানা ফারুক হাসান। আরও উপস্থিত ছিলেন একে এম তবিবুর রহমান, আবু হুরায়রা, আব্দুল আউয়াল, জয়নাল আবেদীন, প্রভাষক হারুন অর রশিদ, মাওলানা রুহুল আমিন, নজরুল ইসলাম, তরিকুল ইসলামসহ স্থানীয় ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ।

 

দোয়া মাহফিলে শহীদদের আত্মার মাগফিরাত, আহতদের সুস্থতা এবং দেশব্যাপী ন্যায় ও গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য বিশেষ মোনাজাত করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।