Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ১০ জুলাই ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের তাৎক্ষণিক সংবর্ধনা

মো.শাহাজালাল, বরিশাল প্রতিনিধি 
জুলাই ১০, ২০২৫ ১০:৩৯ অপরাহ্ণ
Link Copied!

মো.শাহাজালাল, বরিশাল প্রতিনিধি 

এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের তাৎক্ষণিক সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির বরিশাল মহানগর শাখা।

 

সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ছাত্রশিবির কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্য ও মহানগর সভাপতি রিয়াজুল ইসলাম।

 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর শাখার প্রচার সম্পাদক রাশেদুল হাসান, অফিস সম্পাদক ইকরামুর রহমান, সাবেক ছাত্রনেতা ও মেট্রোপলিটন কলেজের ব্যবস্থাপনা পরিচালক সাইদুল ইসলাম। এছাড়া উপস্থিত ছিলেন এইচআরডি সম্পাদক নাজমুল হক, সাহিত্য সম্পাদক জাহিদুল ইসলাম ইয়ামিন, ছাত্রকল্যাণ সম্পাদক আবির হোসেন নোমান ও সাংস্কৃতিক সম্পাদক মাহাথির মহিউদ্দিন।

 

প্রধান অতিথি তার বক্তব্যে কৃতি শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, “তোমাদের সামনে আরও বড় চ্যালেঞ্জ অপেক্ষা করছে। তোমরা জাতির গর্ব, ২৪শের আন্দোলনের শহীদ আবু সাইদের উত্তরসূরী। তোমরা মুগ্ধ শান্তর মতো দেশপ্রেম ও দক্ষতার মাধ্যমে ভবিষ্যৎ বাংলাদেশ গড়বে।”

 

অনুষ্ঠানে অন্যান্য বক্তারা ইবনে সিনা, ইবনে হাইসামসহ মুসলিম জ্ঞানীদের জীবনাদর্শ অনুসরণ করে দেশ ও জাতির জন্য অবদান রাখার আহ্বান জানান।

 

অনুষ্ঠান শেষে কৃতি শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা প্রদান করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।