এমদাদ খান,মাদারীপুর প্রতিনিধি
মাদারীপুরের রাজৈর উপজেলায় ডাকাতির প্রস্তুতিকালে আপন দুই ভাইসহ চার ডাকাত সদস্যকে গ্রেফতার করেছে রাজৈর থানা পুলিশ। বুধবার (৯ জুলাই) গভীর রাতে উপজেলার পাইকপাড়া ইউনিয়নের কাশিনগর সড়কে এ অভিযান পরিচালিত হয়।
রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ ওই এলাকায় অভিযান চালিয়ে ডাকাতির প্রস্তুতিকালে চারজনকে আটক করে। গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছেন রাজৈর উপজেলার আলমদস্তার গ্রামের ইলিয়াস ফকিরের দুই ছেলে—বিল্লাল ফকির (৩০) ও হেলাল ফকির (২০)। বাকি দুজনের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
পুলিশ জানায়, আটক ব্যক্তিরা দীর্ঘদিন ধরে এলাকায় ডাকাতি ও চুরি সংক্রান্ত বিভিন্ন অপরাধে জড়িত। তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।