Nabadhara
ঢাকারবিবার , ৪ জুলাই ২০২১
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

চিতলমারীতে সাংবাদিক বাবু দম্পতি সহ ৭ জন আক্রান্ত

MEHADI HASAN
জুলাই ৪, ২০২১ ৮:০০ অপরাহ্ণ
Link Copied!

শফিকুল ইসলাম সাফা,  চিতলমারীঃ

বাগেরহাটের চিতলমারীতে গত ২৪ ঘন্টায় উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ তাওহিদুর রহমান বাবু দম্পতিসহ ৭ জনের করোনা শনাক্ত হয়েছে। চিতলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের র‌্যাপিড এ্যান্টিজেন্ট টেস্ট ও খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবের পরীক্ষায় তারা করোনায় আক্রান্ত হয়েছে বলে শনাক্ত হয়েছে। এ উপজেলায় কোভিড ১৯ এর দ্বিতীয় ঢেউয়ে ১৯২ জনের করোনা পরিক্ষায় এ পর্যন্ত মোট আক্রান্ত হয়েছেন ৩১ জন। এর মধ্যে সুস্থ হয়েছেন ৭ জন মারা গেছেন ১ জন।

আজ রবিবার (৪ জুলাই) বিকেল ৪ টায় চিতলমারী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ মামুন হাসান এ তথ্য জানিয়েছেন।

গত ২৪ ঘন্টায় আক্রান্তদের ৭ টি বাড়ি লকডাউন ঘোষণা করা হয়েছে। এদেরমধ্যে ৬ দিন আগে খুলনায় চিকিৎসাধীন অবস্থায় আব্দুস সাত্তার মারা গেছেন।

করোনা শনাক্ত অপর ৬ জন হলেন, তাওহিদুর রহমান বাবুর স্ত্রী সুলতানা পারভিন শিমু (৩৭), চরবানিয়ারী ইউনিয়নের চরডাকাতিয়া গ্রামের মমতাজ বেগম (৩৫) ও চিতলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্টাফ নার্স লক্ষ্মী রানীর ছেলে অংকুশ মন্ডল (৬), সদর ইউনিয়নের আড়ুয়াবর্নী গ্রামের জুয়েলশেখ (১৮), একই গ্রামের ইরানী আক্তার (৩৮) ও কলাতলা ইউনিয়নের চরশৈলদাহ গ্রামের আব্দুস সাত্তার (৬৫)। এদেরমধ্যে ৬ দিন আগে খুলনায় চিকিৎসাধীন অবস্থায় আব্দুস সাত্তার মারা গেছেন। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শনাক্তদের বাড়ি লকডাউন ঘোষণা করা হয়েছে।

চিতলমারী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ মামুন হাসান জানান, বর্তমান আক্রান্তদের জ্বরসহ বিভিন্ন উপসর্গ রয়েছে।

চিতলমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ লিটন আলী নবধারা কে জানান, আক্রান্তদের ৭ টি বাড়ি উপজেলা প্রশাসন থেকেলকডাউন ঘোষণা করা হয়েছে।

অপরদিকে, চিতলমারী উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ তাওহিদুর রহমান বাবু ও তার স্ত্রী সুলতানা পারভিন শিমুসহ সকলের রোগ মুক্তি কামনায় দোয়া ও প্রার্থনা কামনা করেছেন।

নবধারা/বিএস

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।