শফিকুল ইসলাম সাফা,স্টাফ রিপোর্টারঃ
বাগেরহাটের চিতলমারীতে করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা দ্রুত বাড়ছে। একদিনে চিতলমারী উপজেলায় হাসপাতালের মেডিকেল অফিসার ডা: আদনান রুমেল দম্পতিসহ ১৯জন করোনায় আক্রান্ত হয়েছেন।
বৃহস্পিবার (৮জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টায় চিতলমারী উপজেলা স্বাস্থ্য প:প: কর্মকর্তা ডা: মামুন হাসান গণমাধ্যম কর্মীদের এ তথ্য নিশ্চত করেছেন।উপজেলা প্রশাসন থেকে আক্রান্ত ১৯ টি বাড়ি লকডাউন ঘোষনা করা হয়েছে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিল্পনা কর্মকর্তা ডা: মামুন হাসান নবধারা কে জানান , বৃহস্পতিবার (৮জুলাই) খুলনা মেডেকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবের রিপোটে ৯ জনের ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের র্যাপিড এন্টিজেন্ট রিপোর্টে ১০ জনের শরিরে করোনা পজেটিভ এসেছে।বর্তমান আক্রান্তদের শরীরে জ্বরসহ বিভিন্ন উপসর্গ রয়েছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।