বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি
জুলাই সনদ বাস্তবায়ন ও পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন সহ পাঁচ দফা গণদাবির অংশ হিসেবে দেশব্যাপী কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বরিশালের বাবুগঞ্জ উপজেলায় বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ইসলামী আন্দোলন বাংলাদেশ। শুক্রবার (২৬ সেপ্টেম্বর ২০২৫) বিকেল ৪টায় বাবুগঞ্জ উপজেলার কলেজ গেইট চত্বরে ও স্টিল ব্রিজে পৃথকভাবে এ কর্মসূচি পালিত হয়। এই বিক্ষোভ সমাবেশে বাবুগঞ্জ উপজেলা জামায়াতের আমীর মুহাম্মদ রফিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল মহানগর জামায়াতের আমীর,বরিশাল-৩ বাবুগঞ্জ- মুলাদী সংসদীয় আসনের সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ জহির উদ্দিন মুহাম্মদ বাবর।
বাবুগঞ্জ উপজেলা জামায়াতের সেক্রেটারী মাওলানা আব্দুছ সালাম মাঝির সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বরিশাল জেলা জামায়াতের সহ সেক্রেটারি মোঃ আজিজুল ইসলাম অলিদ, উপজেলা কর্মপরিষদ সদস্য মাওলানা মোঃ মোস্তাফিজুর রহমানসহ বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন। অপরদিকে একই দাবিতে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর বাবুগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে বাবুগঞ্জ স্টিল ব্রিজে এক বিক্ষোভ কর্মসূচি ও মিছিল অনুষ্ঠিত হয়েছে। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল জেলা শাখার সভাপতি উপাধ্যক্ষ মাওলানা মুহাম্মদ সিরাজুল ইসলাম, অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ বাবুগঞ্জ উপজেলা শাখার সভাপতি মাওলানা মোঃ রহমাতুল্লাহ, সেক্রেটারি মাওলানা মোঃ শামসুল হক সহ দলের বিভিন্ন পর্যায়ে নেতাকর্মীরা এ বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন।
সমাবেশে বক্তারা বলেন, “জনগণের ভোটাধিকার ফিরিয়ে দিতে, জুলুম-সন্ত্রাস বন্ধে এবং জনগণের সরকার প্রতিষ্ঠায় একটি সুষ্ঠু ও নিরপেক্ষ পিআর পদ্ধতিতে নির্বাচনের কোন বিকল্প নেই। এ সময় জামায়াত নেতাকর্মীরা আরও বলেন, “দমন-পীড়নের মাধ্যমে জনগণের দাবি রোধ করা যাবে না, গণআন্দোলন চলমান থাকবে। বিক্ষোভ শেষে একটি শান্তিপূর্ণ মিছিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে জামায়াতের স্থানীয় নেতৃবৃন্দসহ সহস্রাধিক কর্মী-সমর্থক উপস্থিত ছিলেন।