Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ২ অক্টোবর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

আলফাডাঙ্গায় দুর্গোৎসব, ৪৩ পূজা মণ্ডপে গেলেন বিএনপি নেতা –খন্দকার নাসিরুল ইসলাম

কবির হোসেন, আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
অক্টোবর ২, ২০২৫ ১১:০৬ পূর্বাহ্ণ
Link Copied!

কবির হোসেন, আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলায় পূজার আনন্দে শামিল হয়েছেন ফরিদপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপি কেন্দ্রীয় কৃষক দলের সহ-সভাপতি খন্দকার নাসিরুল ইসলাম। বুধবার (১ অক্টোবর) সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত তিনি উপজেলার মোট ৪৩টি পূজা মণ্ডপ ঘুরে দেখেন এবং পূজার আয়োজন সম্পর্কে খোঁজখবর নেন।

পরিদর্শনকালে তার সঙ্গে উপস্থিত ছিলেন—উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক আব্দুল মান্নান মিয়া আব্বাস, পৌর বিএনপির সাবেক আহ্বায়ক রবিউল ইসলাম রিপন, সাবেক সদস্য সচিব নূর জামাল খসরু, সাবেক ছাত্রনেতা ও ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক দলের প্রস্তাবিত যুগ্ম সাধারণ সম্পাদক হাসিবুর রহমান হাসিব মিয়া, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মনিরুজ্জামান মনির, রেজাউল করিম রেজা, উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক কামরুজ্জামান কদর, ছাত্রদলের সাবেক সভাপতি আমিনুর রহমানসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের অসংখ্য নেতাকর্মী।

আলফাডাঙ্গা কেন্দ্রীয় শ্রী শ্রী হরি মন্দির, আলফাডাঙ্গা বাজার পূজা মণ্ডপসহ উপজেলার বিভিন্ন মণ্ডপ পরিদর্শন শেষে খন্দকার নাসিরুল ইসলাম বলেন—
“শারদীয় দুর্গাপূজা বাঙালির হাজার বছরের সংস্কৃতির ঐতিহ্য বহন করে। এ উৎসব সব মানুষের জন্য শান্তি, সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বার্তা বয়ে আনুক।”

অন্যদিকে, আলফাডাঙ্গা উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি প্রবীর কুমার বিশ্বাস বলেন—
“ধর্ম যার যার, উৎসব সবার। পূজার আনন্দে রাজনৈতিক নেতাদের পাশে পাওয়া আমাদের জন্য অনুপ্রেরণার।”

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।