বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি
বরিশালের বাবুগঞ্জ উপজেলার রহমতপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ড বিএনপির সাবেক সহ-সভাপতি মোহাম্মদ কাঞ্চন হাওলাদার দীর্ঘদিন ধরে অসুস্থ থাকায় তার খোঁজখবর নিতে বিএনপি নেতৃবৃন্দ তার নিজ বাড়িতে যান।
শুক্রবার (১০ অক্টোবর) বিকালে রাজগুরু গ্রামের নিজ বাড়িতে গিয়ে বাবুগঞ্জ উপজেলা বিএনপির নেতারা তার শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং দ্রুত সুস্থতা কামনা করেন।
এ সময় উপস্থিত ছিলেন বাবুগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য দুলাল চন্দ্র সাহা, রহমতপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল করিম হাওলাদার, সাধারণ সম্পাদক রাজন শিকদার, উপজেলা বিএনপি’র সাবেক দপ্তর সম্পাদক দেলোয়ার হোসেন বাচ্চু, রহমতপুর ইউনিয়ন এর ৮নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোফাজ্জল হোসেন খান, সাধারণ সম্পাদক কাওছার হোসেন, ৪নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আবুল কালাম সিকদার, বরিশাল মহানগর ছাত্রদলের সহ-সভাপতি আজিজুল হক, বাবুগঞ্জ উপজেলা ছাত্রদলের সাবেক দপ্তর সম্পাদক কায়ুম খানসহ ইউনিয়ন বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
নেতৃবৃন্দ বলেন, মোহাম্মদ কাঞ্চন হাওলাদার বিএনপির একজন নিবেদিতপ্রাণ নেতা। তার দীর্ঘদিনের সাংগঠনিক অবদান স্মরণীয়। তাঁরা তার দ্রুত আরোগ্য কামনা করেন এবং পরিবারের প্রতি সমবেদনা জানান।