Nabadhara
ঢাকাশুক্রবার , ১০ অক্টোবর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

শিবগঞ্জে জাতীয় পার্টি নেতা রিপনের বিচারের দাবিতে মানববন্ধন

Link Copied!

হাবিবুল বারি হাবিব, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলা জাতীয় পার্টির সহ প্রচার সম্পাদক রিপন আলীর বিরুদ্ধে বিভিন্ন অপকর্মের অভিযোগে তুলে মানববন্ধন করেছে ভুক্তভোগী এলাকাবাসী । শুক্রবার (১০ অক্টোবর) সকালে উপজেলার চককীর্তি লহলামারী বাজারে ঘন্টাব্যাপি চলা মানববন্ধনে বক্তব্য রাখেন লহলামারী আম সমিতির সভাপতি আশরাফুল আলম মারুফ, লহালামারী বাজার জামে মসজিদের ইমাম হাফেজ আইনুল বারী, ভুক্তভোগী মমিন আলী, সাইরুল ইসলাম, আশরাফুল আলম, মিজানুর রহমান ও ইউপি সদস্য শামীম রেজাসহ অন্যরা ।

মানববন্ধনে এলাকার কয়েক শতাধিক নারী-পুরুষ অংশ নেয় । বক্তারা বলেন, রিপন আলী আওয়ামীলীগ সরকারের সময় দীর্ঘদিন ধরে বিভিন্ন ক্ষেত্রে পুলিশের ভয় দেখিয়ে এলাকার সাধারণ মানুষদের কাছ থেকে অনেক টাকা হাতিয়ে নিয়েছে । পঞ্চম শ্রেণীর গণ্ডি পার না হলেও নিজেকে সাংবাদিক পরিচয়ও দিতো সে । এভাবে সে নারীদের সাথেও বিভিন্নভাবে প্রতারণা করেছে ।

বক্তারা আরও বলেন, মাঝে মাঝে পল্লীবিদ্যুতের কর্মচারী সেজে  বিদ্যুতের নতুন সংযোগ ও বৈদ্যুতিক খুঁটি পাইয়ে দেয়ার নামে অসহায় নিরিহ মানুষকে জিম্মি অর্থ আত্মসাত করেছে রিপন । এমনকি সে মাদক ব্যবসা ও সেবনের সাথে জড়িত বলেও মন্তব্য করেন বক্তারা । তার অপকর্মে অতিষ্ঠ হয়ে সকল পাওনা টাকা ফেরত ও গ্রেফতার করে দ্রুত বিচার দাবি করেন এলাকাবাসী ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।